জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ বৈশাখের প্রথম লগ্ন। বিয়ের মরশুম শুরু হল আজ থেকে। আর কাল থেকে যে খবর শোনা যাচ্ছে, তাতে পশ্চিমবঙ্গের বেশিরভাগ তরুণ এমনই দাবি করছেন, যে সকাল হতেই তাঁরা মর্নিং ওয়াকে যাবেন। কারণ, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আজ বিয়ে করছেন। পাত্রী রিঙ্কু মজুমদার। ৬১ তে এসে মায়ের জোরাজুরিতে বিয়ের পিঁড়িতে সকলের প্রিয় দিলুদা। পাত্রীর সঙ্গে তাঁর পরিচয় দলের সূত্রেই।
৬১তে যখন নিজেকে ব্রহ্মচারী বলা দিলীপ বিয়ে করছেন, তখন বিজেপির আরেক মুখ রুদ্রনীল ঘোষ, তাঁর কি বিয়ে করতে ইচ্ছে করে? এর আগেও বহুবার তাঁর বিয়ে নিয়ে মশকরা করা হয়েছে। এমনকি, রুদ্রকে তাঁর ইন্ডাস্ট্রির বিবাহিত বন্ধুরা পর্যন্ত বিয়ে করার কথা বলেছেন, কিন্তু তিনি কেন বিয়ে করছেন না? আর গতকাল দিলীপ বাবুর বিয়ের খবর পেয়ে তাঁর প্রতিক্রিয়া কী ছিল?
রুদ্রনীল জানালেন তিনি খুব খুশি দিলীপ ঘোষের বিয়ের খবরে। দিলীপ ঘোষ এবং তার সহধর্মিণীকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন রুদ্রনীল। দিলীপ ঘোষের বিয়ে প্রসঙ্গে বলেন আমার বিয়ে হয়নি এর জন্য প্রচুর গালমন্দ শুনতে হয়। প্রচুর মানুষজন আছেন তাঁরা কাজ করতে গিয়ে নিজের কথা, বাড়ির লোকের কথা ভাবার সময় কম পান। ফলে অনেকেরই একটু বেলা বয়ে যায়। সাংসারিক বন্ধনে আবদ্ধ হওয়াটা অত্যন্ত ভালো ব্যাপার। চাইব সুন্দর করে বিয়েটা হোক।
আরও দারুণ করে যেন দিলীপ ঘোষ রাজনীতিতে কড়া কড়া কথা বলেন। যদি দু একটা মিষ্টি কথা বেরিয়ে যায় দিলীপ ঘোষের মুখ থেকে তাহলে তো আরও ভালো হয়। তিনি আরও জানিয়েছেন- 'বিয়ে মানে চিরকালীন বন্ধু হয়ে থাকা/ বয়স যতই বাড়ুক কমুক, আবেগ যায়না ঢাকা...' রুদ্রনীলের নিজেরও বিয়ে করার খুব শখ। তিনিও বিয়ে করতে চান বলে জানিয়েছেন।