কমলাক্ষ ভট্টাচার্য: সংসার জীবনে প্রবেশ করছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আর তাতেই দানা বেঁধেছে বিতর্ক। মাথাচাড়া দিয়েছে প্রশ্ন। যদিও বিজেপি নেতার সাফ বক্তব্য়, 'এই সিদ্ধান্তের পেছনে দুই মহিলা। আমার গর্ভধারিনী মা। মাকে দেখার লোক চাই। আর যিনি আসছেন তাকে দেখারও লোক চাই। প্রচুর মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। পার্টি কর্মীদের ডাকতে পারিনি। অনেকে চলে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞ।'
দিলীপ ঘোষ আরও বলেন, 'রাতে ২০ জনের মেনু। মাছের ঝোল। ডাল। সবজী। কাল আমার জন্মতিথি। ইকোপার্কে বন্ধুরা সেলিব্রেট করবে। মিষ্টি খাওয়া হবে জন্মদিনে। দুপুরে দমদমে মিছিল আছে। সন্ধেয় খড়গপুরে যাব। আমি ঘরে বসে থাকতে পারি না। আমি সিনেমা দেখাতে বা ফুচকা খাওয়াতে বা শপিংমলে নিয়ে যেতে পারব না। লোকে যা দেয় জামাকাপড় তাই পরি। শিবপ্রকাশজী আমার বন্ধু। উনি ফোন করে শুভেচ৳ছা জানিয়েছেন।'
বিজেপি নেতা আরও জানান, দুপুরবেলা আমি আমার পূর্বপুরুষকে পিণ্ড দিয়েছি, শ্রাদ্ধ করেছি। সন্ধেবেলা পরিণয় হবে। এটাই জীবনে বাকি ছিল। পরিক্রমা পূর্ণ হবে। সেটাই করছি। বাড়িতে মা আর আমি, আর কেউ নেই। সঙ্ঘের তরফ থেকেই আমায় প্রচারকের জীবন থেকে মুক্তি দেওয়া হয়েছে। আমি এমপি, এমএলএ হয়েছি, অর্থ উপার্জন করেছি, বাড়ি করেছি। আমার মা শেষ বয়সে আমার সঙ্গে থাকতে চেয়েছেন, তাঁকে দেখারও লোক নেই। সেইজন্য একজন সঙ্গী চাই যিনি ঘর আর মাকে দেখবেন।