• তাপবিদ‌্যুৎ প্রকল্পের শিলান‌্যাস ও প্রশাসনিক সভা, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে চূড়ান্ত প্রস্তুতি মেদিনীপুরে
    প্রতিদিন | ১৯ এপ্রিল ২০২৫
  • সম্যক খান, মেদিনীপুর: আগামী সোমবার ও মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা সফরে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। সোমবার শালবনিতে জিন্দাল ক্যাম্পাসে তাপবিদ‌্যুৎ প্রকল্পের শিলান‌্যাস করবেন তিনি। পরদিন মঙ্গলবার কলেজ ময়দানে হবে প্রশাসনিক সভা। তারই চূড়ান্ত প্রস্তুতি চলছে। মুখ‌্যমন্ত্রীর সফরের জন‌্য মেদিনীপুর কলেজ ময়দানেও চলছে মণ্ডপ তৈরির কাজ। তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ‌্যাডও। মুখ্যমন্ত্রীর জেলা সফর প্রসঙ্গে দফায় দফায় বৈঠক করছেন জেলাশাসক থেকে প্রশাসনিক কর্তারা।

    অপরদিকে এদিন জিন্দাল ক‌্যাম্পাসেও প্রস্তুতি ঘিরেও চরম ব‌্যস্ততা দেখা গিয়েছে। মণ্ডপ তৈরির কাজ আগেই শুরু হয়েছিল। গতকাল বৃহস্পতিবার ঝড়বৃষ্টিতে মণ্ডপের একাংশ ভেঙে পড়ে। তবে রাতের মধ‌্যেই সেই মণ্ডপ ফের মাথা তুলে দাঁড় করানো সম্ভব হয়েছে। জিন্দাল কর্তারা জানিয়েছেন, মূলমঞ্চের কোনও ক্ষতি হয়নি। হ‌্যাঙার লাগানোর কাজ চলছিল। তারই মধ‌্যে ঝড়বৃষ্টিতে ওই বিপত্তি ঘটে। তবে তা বড় কিছু নয়। ঝড়বৃষ্টির কথা মাথায় রেখে শক্তপোক্ত তাঁবু খাটানো হচ্ছে বলে খবর। এদিকে মঙ্গলবার কলেজ ময়দানে মুখ‌্যমন্ত্রীর সভায় জনসমাগম করতে দলের বিধায়ক ও ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক করেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা। হাজির ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক দীনেন রায়, পরেশ মুর্মু, সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা পরিষদের দলনেতা মহম্মদ রফিক, প্রাক্তন বিধায়ক প্রদ‌্যোৎ ঘোষ প্রমুখ। সুজয়বাবু বলেছেন, “প্রশাসনের কাজ প্রশাসন করবে। তবে দলের নেতা-কর্মীরা সেদিন মুখ‌্যমন্ত্রীকে স্বাগত জানাতে কলেজ ময়দানে হাজির থাকবেন।”

    সোমবার শালবনি জিন্দাল ক‌্যাম্পাসে তাপবিদ‌্যুৎ প্রকল্পের শিলান‌্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিন্দাল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি উদ্বোধন হবে গোয়ালতোড়ে তৈরি হওয়া সৌরবিদ‌্যুৎ প্রকল্পের। গোয়ালতোড়ের জিরাপাড়ায় দুর্গাবাঁধ সরকারি বীজখামারের জমিতে ৭৫৭ কোটি টাকা ব‌্যয়ে ১১২.৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ‌্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। যেখানে জার্মানির একটি সংস্থা ৮০ শতাংশ অর্থ বিনিয়োগ করেছে। রাজ‌্য সরকার বিনিয়োগ করেছে ২০ শতাংশ অর্থ। মূল তত্ত্বাবধানে আছে রাজ‌্য বিদ‌্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড। পূর্ব ভারতে এই প্রকল্প এর আগে গড়ে ওঠেনি বলে খবর। মঙ্গলবার কলেজ ময়দানের প্রশাসনিক সভা থেকে সেই প্রকল্পেরই ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ‌্যমন্ত্রী। জানা গিয়েছে, ওই দিন গোয়ালতোড়ের সৌরবিদ‌্যুৎ প্রকল্পস্থলে হাজির থাকবেন রাজ‌্যের বিদ‌্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে থাকবেন রাজ‌্য তথা জেলা বিদ‌্যুৎ দফতরের কর্তারাও।
  • Link to this news (প্রতিদিন)