• মহিলাদের স্বনির্ভর করতে বড় উদ্যোগ মহিষাদল রাজবাড়ির, চমক থাকছে পর্যটকদের জন্যেও
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৫
  • মহিলাদের স্বনির্ভর করার জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। বিভিন্ন জেলার মহিলাদের নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রশাসনের উদ্যোগে। এ বার এগিয়ে এল মহিষাদল রাজ পরিবার। মহিলাদের প্রশিক্ষণ দিয়ে তাঁদের তৈরি জিনিসপত্র পর্যটকদের কাছে তুলে ধরতে রাজবাড়ির সামনে খোলা হলো একটি কাউন্টার। শুক্রবার সেই কাউন্টারের উদ্বোধন করা হয়। 

    মহিষাদল রাজ পরিবারে উদ্যোগে এইচপিসিএল, রক্ষক ফাউন্ডেশান ও টিসিজি ফাউন্ডেশনের সহায়তায় মহিষাদল রাজবাড়িতে ‘ঐতিহ্য’ নামক হস্তশিল্পের কাউন্টারের উদ্বোধন করলেন মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী। জেলার বিভিন্ন এলাকার পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করতে কচুরিপানা, হোগলা-সহ অন্যান্য সামগ্রী দিয়ে ব্যাগ, ঘর সাজানোর জিনিস তৈরির প্রশিক্ষণ ও বিক্রির ব্যবস্থা করা হয়।

    মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী বলেন, ‘রাজ্য সরকার মহিলাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর করার চেষ্টা করে চলেছে। মহিষাদল রাজ পরিবারের সদস্যরা মহিলাদের পাশে দাঁড়িয়ে তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এতে এলাকার মহিলারা যেমন স্বনির্ভর হবে, আধুনিক ঘর সাজানোর জিনিস ও ব্যবহারিক জিনিস পর্যটকদের হাতে তুলে দেওয়া যাবে।’

    মহিষাদল রাজ পরিবারের সদস্য হরপ্রসাদ গর্গ বলেন, ‘আমার স্ত্রীর দীর্ঘদিনের স্বপ্ন এলাকার মহিলাদের স্বনির্ভর করার। তাঁর উদ্যোগেই এই প্রয়াস। গত তিন মাস ধরে এলাকার মহিলাদের হস্তশিল্পের কাজ প্রশিক্ষণ দিয়ে তাঁদের দক্ষ করে তোলা হয়।’

    রাজ্যের পর্যটন মানচিত্রে মহিষাদল রাজবাড়ি একটি বিশেষ জায়গা করে নিয়েছে। প্রতিনিয়ত বহু পর্যটক রাজবাড়ি পরিদর্শনে আসেন। তাঁদের হাতে মহিলাদের তৈরি জিনিসপত্র তুলে দিতেই রাজ পরিবারের এই প্রয়াস বলে জানানো হয়েছে। স্বনির্ভর দলের এক সদস্যা বলেন, ‘আমরা কাজ পেয়ে খুব খুশি। বিভিন্ন জায়গার মানুষের কাছে আমাদের তৈরি হস্তশিল্প সামগ্রী পৌঁছে যাবে, এটা ভেবেই ভালো লাগছে।’

  • Link to this news (এই সময়)