• বাংলাদেশ থেকে এখনও ফেরানো গেল না শীতলকুচির সেই চাষিকে
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, শীতলকুচি: ‘আর সান্ত্বনা চাই না, স্বামীকে চাই’— বিএসএফের গাড়ি আটকে কাতর আর্তি বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত ভারতীয় চাষি উকিল বর্মনের স্ত্রী সব্যবালার। দু’দিন কেটে গেলেও ওপারের দুষ্কৃতীদের হাতে অপহৃত ভারতীয় চাষিকে ফেরাতে ব্যর্থ সীমান্ত রক্ষী বাহিনী। প্রতিবাদে শুক্রবার বিএসএফের গাড়ি আটকে বিক্ষোভে ফেটে পড়লেন অপহৃতের পরিজনরা। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শীতলকুচি ব্লকের পশ্চিম শীতলকুচি গ্রামে। যদিও পরে কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার আশ্বাসে বিক্ষোভ ওঠে। 

    এদিন শীতলকুচির ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পে আসেন সাংসদ। দীর্ঘক্ষণ বাহিনীর আধিকারিকদের সঙ্গে কথা বলেন। বাহিনীর আধিকারিকরা যখন ওই অপহৃত চাষির বাড়িতে যাচ্ছিলেন, সেই সময় পথ আটকে বিক্ষোভ দেখান তাঁর পরিবার সহ প্রতিবেশীরা। বিএসএফের গাড়ির সামনে শুয়ে পড়েন তাঁর স্ত্রী। 

    প্রসঙ্গত, গত বুধবার বিএসএফের অনুমতি নিয়ে কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডেই ধান খেতে কাজ করতে গিয়েছিলেন উকিল বর্মন। সেসময় একদল বাংলাদেশি দুষ্কৃতী তাঁকে অপহরণ করে নিয়ে যায়। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁকে দেশে ফেরানো যায়নি। এদিন উকিলবাবুর স্ত্রী সব্যবালা বর্মন বলেন, বিএসএফের আধিকারিকরা আশ্বাস দিয়েছিলেন স্বামীকে ফেরত আনা হবে। কিন্তু দু’দিন হয়ে গেলেওএল না স্বামী। আর সান্ত্বনা চাইনা। স্বামীকে সুস্থ দেহে ফেরত চাই। প্রশাসনের কাছে অনুরোধ,ওঁকে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হোক। 

     উকিল বর্মনকে দেশে ফেরানো নিয়ে ক্রমেই বাড়ছে জটিলতা। সাংসদ জানান, অপহৃত ওই বাসিন্দাকে ফেরত পেতে একটু সময় লাগছে। বিএসএফ ও বিজিবির মধ্যে প্রতিনিয়ত আলোচনা চলছে। তাঁকে ফেরানোর জন্য আমরা যা কিছু প্রয়োজন করব। এদিন দুপুরে উকিল বর্মনের পরিবারের খোঁজ নেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ও। বলেন, তাঁকে এখনও ফিরিয়ে না আনতে পারা কেন্দ্রের ব্যর্থতা। বিএসএফের অনুমতি নিয়ে কাঁটাতারের বেড়ার ওপারে  কাজে গিয়েছিলেন চাষি। দুষ্কৃতীরা তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তাঁর স্ত্রী চিৎকার করেছিলেন। পার্থের দাবি, বিএসএফের তরফে আশ্বস্ত করা হলেও ব্যাপারটি জটিলতার দিকে এগচ্ছে। তাঁকে ফেরানোর দাবি বিএসএফের আধিকারিকদের জানিয়েছি। পাশাপাশি রাজ্যসভার দলীয় সাংসদ ডেরেক ও’ব্রায়েনেরও নজরে এনেছি। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোচরে আনব। যদিও এদিনের ঘটনা প্রসঙ্গে বিএসএফের তরফে কোনও মন্তব্য করা হয়নি। বিওপি’র স্থানীয় এক অফিসার জানিয়েছেন, ভারতীয় চাষিকে ফেরাতে দফায় দফায় বিজিবির সঙ্গে বৈঠক করছে বিএসএফ। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)