• গ্রামের সরু রাস্তায় দিনরাত ট্রাক্টর, ডাম্পারের দৌরাত্ম্য, বাড়ছে ক্ষোভ
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, পতিরাম: বালিপাচারের মুক্তাঞ্চল বালুরঘাটের পাগলিগঞ্জ এলাকা। আর সেই এলাকায় যাওয়ার মূল করিডর নলতাহার-খাসপুর গ্রামের রাস্তা। বালি মাফিয়াদের ট্রাক্টর ও ডাম্পারের দৌরাত্ম্যে অতিষ্ট এলাকাবাসী। দিনরাত বেপরোয়া গতিতে চলছে বালিবোঝাই ট্রাক্টর ও ডাম্পার। ফলে প্রতিদিনই দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন মানুষ। ভূমি দপ্তরের অভিযানের সময় আরও বেপরোয়া গতিতে চলে গাড়িগুলি।

    গত বৃহস্পতিবারই ওই এলাকায় ট্রাক্টরের ধাক্কায় দু’জন আহত হয়েছেন। কয়েকদিন আগেও রাতে ডাম্পারের ধাক্কায় দু’জন আহত হয়েছেন। গ্রামবাসীর অভিযোগ,গ্রামের রাস্তা এমনিতেই সরু। তারওপর ট্রাক্টর ও ডাম্পারের চলাচল। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটছে। প্রতিবাদ করলেই মিলছে হুমকি। 

    এবিষয়ে বালুরঘাট সদরের ডিএসপি বিক্রম প্রসাদ বলেন, এনিয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। বালুরঘাটের বিএলএলআরও রণেন্দ্রনাথ মণ্ডল বলেন, ওই এলাকায় লাগাতার অভিযান চলছে। বালুরঘাট নলতাহার হয়ে বোয়ালদার, দুর্লভপুর ও খাসপুর হয়ে পাগলিগঞ্জ দিয়ে জাতীয় সড়কে পৌঁছনো যায়। গ্রামের এই রাস্তাই এখন বালি মাফিয়াদের কাছে করিডর হয়ে উঠেছে। পাশেই আত্রেয়ী  নদী।নদীর চর থেকে দিনভর বালি তুলে গোপন জায়গায় জমা করে রাখা হচ্ছে। তারপর রাতে ডাম্পারে ভরে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। মাঝেমধ্যেই ওই এলাকায় অভিযান চালায় ভূমিদপ্তর। কিন্তু তার আগেই মাফিয়ারা  পালিয়ে যায়। ট্রাক্টর ও ডাম্পারের ধাক্কায় বেশ কয়েকজন জখম হলেও দৌরাত্ম্য কমেনি। 

    খাসপুরের একব্যক্তি বলেন, এই রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে ট্রাক্টর চলে। আমরা ট্রাক্টর চলাচলের বিরুদ্ধে প্রতিবাদ জানালেই রাতে এসে মাফিয়ারা হুমকি দেয়। বোয়ালদার গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক মাহাত বলেন, আমাদের কাছেও অভিযোগ এসেছে। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।
  • Link to this news (বর্তমান)