• পুরাতন মালদহের হিন্দুস্থান মোড়ে জল জমার সমস্যা এখনও মেটেনি
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের ৭ নম্বর ওয়ার্ডের হিন্দুস্থান মোড়ের রাস্তায় নিকাশিনালার জল উপচে পড়ার ১৫ দিন অতিক্রান্ত। এমনই দাবি স্থানীয় বাসিন্দাদের। তবুও এখনও পর্যন্ত সংশ্লিষ্ট রাস্তা থেকে নোংরা জল অপসারিত হয়নি বলে অভিযোগ। শুক্রবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ এলাকায় জল জমে রয়েছে। বাসিন্দারা এনিয়ে অসন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, ৭ নম্বর ওয়ার্ডের সংশ্লিষ্ট রাস্তা খুবই গুরুত্বপূর্ণ। ওই রুট দিয়ে মৌলপুর গ্রামীণ হাসপাতাল, মালদহ থানা, স্থানীয় পুরসভা ভবন, বিভিন্ন স্কুলে যাওয়ার একমাত্র প্রধান রুট। ওই রাস্তায় জল জমে থাকায় পথচারীদের দুর্ভোগের শেষ নেই। 

    স্থানীয় বাসিন্দা মানিক কুণ্ডু বলেন, ১৫ দিনের বেশি সময় ধরে জল জমে এমন অবস্থা হয়ে রয়েছে। স্কুলের পড়ুয়া থেকে শুরু করে সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। নোংরা জলে মশা, মাছির উৎপাত বাড়ছে। আমরা পুরসভায় লিখিত দিয়ে এসেছি। তবুও কারও হেলদোল নেই। আমরা সমস্যার সুষ্ঠু সমাধান চাই। যদিও পুরাতন মালদহ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শক্রঘ্ন সিনহা বর্মা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ১৫ দিনের সমস্যা এটা নয়। কিছুদিন ধরে জল জমে রয়েছে। নিকাশিনালার মুখ খুলে পরিষ্কার করা হচ্ছে। কর্মীরা সাফাইয়ের কাজ করছেন। বাসিন্দারা আমার কাছে এবং পুরসভায় গিয়েছিলেন। পুরসভায় আলোচনা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে সমস্যা মিটে যাবে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)