মালদহ জেলাজুড়ে ‘বাংলার ভোট রক্ষা’ কর্মসূচি শুরু করল তৃণমূল
বর্তমান | ১৯ এপ্রিল ২০২৫
সন্দীপন দত্ত, মালদহ: লক্ষ্য ২০২৬ এর বিধানসভা নির্বাচন। পরিষ্কার পরিচ্ছন্ন, পরিশুদ্ধ ভোটার তালিকা মানুষের কাছে তুলে ধরাই এখন তৃণমূল কংগ্রেসের মূল কর্মসূচি। ইতিমধ্যেই ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, বিজেপি ভিনরাজ্যের বাসিন্দাদের বাংলার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করছে। যা নিয়ে আগেই দলনেত্রী দলীয় কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। ভোটার তালিকা সুরক্ষিত রাখতে মালদহ জেলাজুড়ে শুক্রবার থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হল ‘বাংলার ভোট রক্ষা’ কর্মসূচি।
এদিন সাংবাদিক বৈঠক করে দলের মালদহ জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, আমাদের নেত্রী ভোট রক্ষা কর্মসূচি গ্রহণ করেছেন। বুথ ভিত্তিক ভোটার তালিকা যাচাই কমিটির মধ্যদিয়ে ভুয়ো এবং বহিরাগত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মালদহ জেলায় এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হল। জেলায় ১৫টি ব্লক থাকলেও তৃণমূলের ১৮টি সাংগঠনিক ব্লক রয়েছে। প্রত্যেকটি ব্লকে একজন করে সুপারভাইজার আছেন। প্রতিটি ব্লক সুপারভাইজারের অধীনে যতগুলি অঞ্চল (ব্লকের ক্ষেত্রে অঞ্চল, পুরসভার ক্ষেত্রে ওয়ার্ড) আছে তার আবার একজন করে অঞ্চল সুপারভাইজার আছেন। তাঁদের অধীনে প্রতিটি বুথে একজন করে এজেন্ট আছেন, তাঁর নাম বিএলএ-২। ইতিমধ্যেই প্রায় প্রতিটি বুথে বিএলএ- ২ (বুথ লেভেল এজেন্ট) নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে দল। তৃণমূলের রাজ্য কমিটি প্রত্যেকটি বুথের জন্য একজনকে মনোনীত করেছে। যাকে বলা হচ্ছে বিএলএ-১। জেলায় ১২টি বিধানসভা কেন্দ্রে ৩১০৬টি বুথ রয়েছে। প্রত্যেকটি বুথে একজন করে বিএলএ-১ এবং বিএলএ-২ মিলিয়ে মোট ৬২১২ জন বুথ লেভেল এজেন্ট রয়েছে। বিএলএদের কাজ কী? ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী এদিনের সাংবাদিক সম্মেলনে বলেন, ভোটিং যথাযথ হলে গণতন্ত্রের সঠিক প্রতিফলন হবে। এক্ষেত্রে আমরা দেখেছি ভোটার তালিকায় অসঙ্গতি থাকায় বারবার তা গণতন্ত্রকে ধাক্কা মেরেছে। তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটি বুথে আগে থেকেই ভোটার তালিকা যাচাই করে নিতে হবে। মালদহ জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, বুথ লেভেল এজেন্টরাই দলের প্রকৃত শক্তি। একজন বিএলএ’র কাজ সংশ্লিষ্ট বুথের সুখে, দুঃখে সামাজিক ভাবে মানুষের সঙ্গে জড়িয়ে থাকা। যেকোনও ধরনের খবর ঊর্ধ্বতন নেতৃত্বকে অবগত করা। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর ত্যাগ ও লড়াই সংগ্রামের ইতিহাস প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের উদ্দেশ্য। ভোটার তালিকা সঠিক ভাবে পর্যবেক্ষণ করা হবে। কোনও মানুষ মারা গেলে ভোটার তালিকা থেকে সেই নাম বাদ দেওয়া এবং নতুন ভোটারদের নাম ভোটার তালিকায় সংযোজন করাই হবে একজন বিএলএ’র মূল দায়িত্ব। রথবাড়িতে দলীয় কার্যালয়ে ‘বাংলার ভোট রক্ষা’ কর্মসূচির সূচনা করছেন জেলা তৃণমূল নেতৃত্ব।-নিজস্ব চিত্র