• বিজেপি নেতার বিরুদ্ধে ভাইপোর স্ত্রীকে নির্যাতনের অভিযোগ দায়ের থানায়
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, ধূপগুড়ি: ভাইপো বউকে সম্প্রতি নির্যাতনের অভিযোগ ওঠে বিজেপির ধূপগুড়ির পূর্ব মণ্ডলের সভাপতি বসন্ত রায়ের বিরুদ্ধে। এ নিয়ে ওই বধূ থানায় অভিযোগ দায়ের করতেই গা ঢাকা দেন অভিযুক্ত। পুলিস বসন্ত রায়কে খুঁজছে। এদিকে, একমাস ধরে মণ্ডল সভাপতি পলাতক থাকায় থমকে রয়েছে বিজেপির পূর্ব মণ্ডলের কার্যক্রম। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ির পূর্ব মণ্ডলের সভাপতি বসন্ত রায় ও তাঁর পরিবারের সদস্যদের নামে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরই ভাইপো বউ। ওই বধূ লিখিত অভিযোগে পুলিসকে জানিয়েছেন, বিয়ের একমাসের মাথায় কাকা শ্বশুরের মদতে তাঁর উপর শারীরিক এবং মানসিক অত্যাচার শুরু হয়। এমনকী যৌন নির্যাতনেরও অভিযোগও তোলেন ওই বধূ। 

    যদিও অভিযোগ অস্বীকার করেছেন বসন্ত রায়ের পরিবার। বসন্ত রায়ের মোবাইল ফোন সুইচ অফ থাকায় তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁর ভাইপোও এলাকায় নেই। তবে ধূপগুড়ির বিজেপি নেতা কমলেশ সিংহ রায় বলেন, সংগঠনের কোনও কার্যক্রম থমকে নেই। দলের কাজকর্ম ঠিকঠাকই চলছে। ওটা ওঁদের পারিবারিক বিষয়। 

    তবে ওই ঘটনাকে হাতিয়ার করে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল নেতা অতুল রায় বলেন, বসন্ত রায়ের মদতেই তাঁর ভাইপো বউয়ের উপর নির্যাতন চলত। এই ঘটনার আমরা নিন্দা জানাই। নির্যাতিতা বধূ বলেন, বিয়ের এক মাসের মাথায় কাকা শ্বশুরের মদতে তাঁর পরিবারের লোকজন আমাকে মারধর করত। বাপের বাড়ি চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল। সহ্য করতে না পেরে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করি। বধূর পরিবারের সদস্যরা বলেন, ঘটনার প্রতিবাদ করলেই বসন্ত রায় নিজেকে বিজেপি নেতা বলে দেখে নেওয়ার হুমকি দিত। তাই আমরা থানার দ্বারস্থ হই।
  • Link to this news (বর্তমান)