• জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে দফায় দফায় বৈঠক
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, কাঁথি: দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আর বাকি মাত্র ১০ দিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শুক্রবার যাবতীয় প্রশাসনিক প্রস্তুতির ব্যাপারে দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার অফিসে মিটিং করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজী। সেখানে উদ্বোধনকে সামনে রেখে কোন টিম কী কাজ করবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন মন্দির নির্মাণের দায়িত্বে থাকা হিডকোর ভাইস-চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী, উন্নয়ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অপূর্বকুমার বিশ্বাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। উল্লেখ্য, বুধবার নবান্নে মন্দির উদ্বোধনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার মন্দিরে বিদ্যুতের কাজ এবং সঠিক সুরক্ষা রয়েছে কি না, খতিয়ে দেখে যান বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। মন্দির উদ্বোধনকে সামনে রেখে প্রতিদিনই প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠক করছেন। উল্লেখ্য, আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২৯ তারিখ হবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রাণপ্রতিষ্ঠা। পরের দিন ৩০ তারিখ নিয়ম মেনে মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হবে। মুখ্যমন্ত্রী সহ থাকবেন পুরীর জগন্নাথ মন্দিরের মুখ্য পুরোহিত রাজেশ দৈতাপতি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে ২৭ তারিখ থেকেই দীঘায় থাকবেন ইন্দ্রনীল সেন, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, স্নেহাশিস চক্রবর্তীর মতো মন্ত্রীরা।  থাকবেন কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমলা, তারকা, অভিনেতারা। নিরাপত্তার কথা মাথায় রেখে  ইতিমধ্যেই দীঘাজুড়ে স্থায়ী সিসি ক্যামেরা লাগানোর কাজ করেছে দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা। এদিকে মন্দিরের সামনে চৈতন্যদ্বার গেট তৈরির কাজও শেষ পর্যায়ে। খুব শীঘ্রই চৈতন্যদ্বার খুলে দেওয়া হবে। এছাড়া মন্দিরের সামনে সুসজ্জিত পার্ক তৈরির কাজও শেষের পথে। জেলাশাসক বলেন, জগন্নাথধাম উদ্বোধনের জন্য সমস্ত প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোথাও কোনও খুঁত বা ঘাটতি না থাকে, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে।   মন্দিরের গেটে সেলফি।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)