রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষায় একাধিক বদল আসতে চলেছে। সুপ্রিম কোর্টের রায়ের পর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এবার থেকে পরীক্ষার্থীরা উত্তরপত্র বা ওএমআর শিটের কার্বন কপি হাতে পেতে পারেন। শুধু তাই-ই নয়, তাঁরা সেই কার্বন কপি সঙ্গে নিয়ে যেতে পারবেন। একই সঙ্গে ফলপ্রকাশের আগেই ওয়েবসাইটে নির্দিষ্ট উত্তরপত্র প্রকাশ করে দেওয়া নিয়েও কথাবার্তা শুরু হয়েছে। পরীক্ষার পর কাউন্সেলিং পর্বেও কিছু বদল আনা হতে পারে। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে বলে খবর। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেলে তা প্রস্তাব আকারে স্কুল শিক্ষা দপ্তরে পাঠাবে এসএসসি। রাজ্য সরকারের অনুমতি মিললে নিয়োগবিধি বদলে ফেলা হবে।
স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে, গোটা পদ্ধতিতে স্বচ্ছতা আনার লক্ষ্যে পরীক্ষা নেওয়ার পরপরই ‘অ্যানসার কি’ প্রকাশ করা হবে। সেক্ষেত্রে কে কত নম্বর পাবেন, ওই উত্তরপত্র দেখেই তার ধারণা করে নিতে পারবেন পরীক্ষার্থীরা। উত্তরপত্র চ্যালেঞ্জ করার জন্য বিশেষ ব্যবস্থাও চালু হতে পারে। বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে যে সব অভিযোগ আছে, তা খুব সহজেই জানাতে পারবেন পরীক্ষার্থীরা। প্রায় সমস্ত সর্বভারতীয় পরীক্ষায় ‘অ্যানসার কি’ চ্যালেঞ্জ করার বিষয়টি বহু বছর ধরেই চালু রয়েছে। আগামী ৩১ মে -এর মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে বলেছে শীর্ষ আদালত। সেই বিষয়টি মাথায় রেখে এপ্রিল মাসের মধ্যেই নতুন নিয়োগবিধি প্রস্তুত করে স্কুল শিক্ষা দপ্তরে পাঠিয়ে দেবে কমিশন। সরকারের তরফে সবুজ সংকেত দেওয়া হলেই নতুন বিধি মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
বেশ কয়েক বছর আগে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তনের জন্য উদ্যোগী হয়েছিল কমিশন। নতুন নিয়োগ বিধির একটি খসড়াও শিক্ষা দপ্তরে পাঠানো হয়। কিন্তু তার পর আর কথা এগোয়নি। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশের পর পুরনো খসড়া নিয়ে আবার তৎপর হয়ে উঠেছে স্কুল সার্ভিস কমিশন। দ্রুত নতুন নিয়োগ বিধি চূড়ান্ত করতে চলেছে তারা। সূত্রের খবর, বিভিন্ন আঞ্চলিক প্রধানদের সঙ্গে আলোচনা শুরু করেছেন এসএসসির চেয়ারম্যান।