বিগত বেশ কয়েকদিনে শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর শাখা, শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখার বিভিন্ন স্টেশনে রেল অবরোধের ঘটনা ঘটেছে। এই মর্মে পূর্ব রেল একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, চলমান ট্রেনে বাধা সৃষ্টি করা একটি শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, রেল অবরোধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের বেআইনি কাজ ভবিষ্যতে সহ্য করা হবে না। শিয়ালদহ ডিভিশন প্রতিদিন প্রায় ১৫-১৮ লক্ষ যাত্রীকে পরিষেবা প্রদান করে।
রেল অবরোধ করে এভাবে আন্দোলনের জন্য ব্যস্ত কাজের সময়ে লক্ষ লক্ষ যাত্রীকে দুর্ভোগের শিকার হতে হয়েছে। এই প্রসঙ্গে, রেলওয়ে আইন ১৯৮৯ এর ১৭৪ ধারার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, এই ধরনের রেল অবরোধের কারণে দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এমনকি ২০০০ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে।
প্রতিবাদকারী এবং রেল চলাচলের নিরাপত্তা লঙ্ঘনকারী ব্যক্তিদের ১৫৪ ধারার বিধান অনুযায়ী কারাদণ্ড দেওয়া যেতে পারে। ইচ্ছাকৃত কার্যকলাপের মাধ্যমে রেলে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তা বিপন্ন করা হলে ১৫৩ ধারার অধীনে মামলা করা যেতে পারে, যার ফলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ‘রেল রোকো’ আন্দোলনের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটলে দৈনিক যাত্রীদের স্বার্থে রেল কর্তৃপক্ষ অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। তাই রেলের পক্ষ থেকে জনসাধারণের কাছে অনুরোধ জানানো হয়েছে যাতে রেল অবরোধের মতো কাজ না করা হয়।