• ‘সারা জীবন ইকো পার্কে হাঁটলেও বিয়ে হবে না…’, শনিবার জন্মদিনের সকালে বললেন দিলীপ
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৫
  • ইকো পার্কে হাঁটতে হাঁটতেই নাকি তাঁর প্রেম হয়েছে, তার পর মধুরেণ সমাপয়েৎ। এই বিষয়টি চাউর হতেই সোশ্যাল মিডিয়ায় নতুন প্রজন্মের সিঙ্গলরা মজা করে পোস্ট করছিলেন, ‘কাল থেকে আমরাও ইকো পার্কে হাঁটতে যাব।’ শনিবার বিয়ের পরের দিন প্রাতঃভ্রমণে ইকো পার্কেই যান দিলীপ। এ দিন তাঁর জন্মদিনও। ইকো পার্কে কেক কাটেন তিনি। এর পরেই সিঙ্গলদের ইকো পার্কে মর্নিং ওয়াকের পরিকল্পনায় ছাই ঢেলে দেন। 

    স্বমহিমায় দিলীপ ঘোষ বলেন, ‘অনেকে ভাবছে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়। সারা জীবন হাঁটালেও বিয়ে হবে না। যখন হওয়ার তখনই  হবে।’ স্ত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে তাঁর ইকো পার্কে মর্নিং ওয়াক করার সময়ে আলাপ হয়নি, তাও স্পষ্ট করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ও মর্নিং ওয়াক করার লোক নয়। তিনি দলের পুরনো কর্মী। আমার থেকেও পুরনো। দলের কাজে নানা জায়গায় দেখা হতো। হঠাৎ বিয়ের ব্যাপারটা এসেছে।’

    এ দিকে বিয়ের পরও রাজনীতি থেকে ফোকাস যে সরবে না, তা স্পষ্ট জানিয়েছেন এই বিজেপি নেতা। জন্মদিনে কেক কাটার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দিলীপ ঘোষের মিশন কখনও পাল্টাবে না।’

  • Link to this news (এই সময়)