• Breaking News Live: ধুলিয়ানে পৌঁছলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৫
  • শনিবার রাজ্যের উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি চারটি জেলাতেও দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভবনা রয়েছে নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলিতে। আজ এই তিন জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    মুর্শিদাবাদের ধুলিয়ানে পৌঁছলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল।

    আজ সদ্য বিবাহিত দম্পতি দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারকে বিয়ের শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    দক্ষিণ আফ্রিকার বৎসোয়ানা থেকে দুই ধাপে আটটি চিতা আনবে ভারত। এর মধ্যে ভারতে চারটি চিতা আসবে মে মাসে। মধ্যপ্রদেশ সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার ভোপালে ভারতের পরিবেশ, অরণ্য ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের উপস্থিতিতে চিতা প্রকল্প নিয়ে আলোচনা সভায় জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের (এনটিসিএ) কর্মকর্তারা চিতা নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

    শনিবার ভোররাতে দিল্লির মুস্তাফাবাদ এলাকায় একটি বাড়ি ভেঙে পড়ে। এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেখানে এখনও উদ্ধারকাজ চলছে। সেখানকার অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বা জানিয়েছেন, এখনও পর্যন্ত আট থেকে ১০ জন সেই ধ্বংসস্তুপের তলায় আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

    শনিবার ভোরবালা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একটি তাঁবুর গুদামে ভয়াবহ আগুন লাগে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি গাড়ি পৌঁছেছে। বর্তমানে সেখানে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা।

    মুর্শিদাবাদে অশান্তির জেরে মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে আশ্রয় নিয়েছেন ঘরছাড়ারা। শুক্রবার সেই আশ্রয়শিবিরে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদলের পাশাপাশি যান রাজ্যপাল। তিনি শিবিরের ভেতরে ঘরছাড়াদের সঙ্গে কথা বলেন। আশ্রয়শিবির ঘুরে রাজ্যপাল যান ফরাক্কার গঙ্গাভবন গেস্ট হাউসে। রাতে সেখানেই ছিলেন তিনি। আজ মুর্শিদাবাদে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল ছাড়াও সেখানে এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের সদস্যদের।

    উত্তরাখণ্ডের চামোলিতে বিয়েবাড়ি থেকে ফেরার সময় খাদে গাড়ি পড়ে মৃত্যু ৫ জনের। শুক্রবার রাতে কোরেলধার এলাকায় গাড্ডি গ্রামের কাছে বিরহি-নিজমুলা রাস্তায় ওই দুর্ঘটনা ঘটে। নিজামুলায় বিয়ের অনুষ্ঠান ছিল। সেখান থেকে গাড়িতে হরমানি গ্রামে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। প্রবল বৃষ্টিতে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

    শুক্রবার নিউটাউনের বাড়িতে রিঙ্কু মজুমদারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন দিলীপ ঘোষ। একবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই তাঁদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিয়ের পরদিনই আজ দিলীপ ঘোষের জন্মদিন। এ দিন সকালবেলা প্রাতঃভ্রমণে বেরিয়ে কেকও কেটেছেন তিনি। এ দিন তাঁর বেশ কিছু কর্মসূচি রয়েছে। দমদম-সহ একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি।

  • Link to this news (এই সময়)