• চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে তাণ্ডব রোগীর আত্মীয়দের, চলল গুলিও
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: রোগীর আত্মীয়দের তাণ্ডবে চূড়ান্ত উত্তেজনা ছড়াল দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের কোকওভেন থানার বাসিন্দা বাসুদেব পাল কয়েক দিন আগেই দুর্ঘটনায় জখম হন। তাঁকে দুর্গাপুর থানার শোভাপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রোগীর আত্মীয়রা গতকাল, শুক্রবার রাত থেকেই ওই হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পুলিসের আলোচনা হয়। তাতে স্থির হয় যে, পুরো বিষয়টি নিয়ে রোগীর কয়েকজন আত্মীয়ের সঙ্গে চিকিৎসকরা কথা বলবেন। অভিযোগ, রোগীর আত্মীয়রা সেই প্রস্তাবে রাজি না হয়ে সবাই মিলে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে চাওয়ার দাবি জানাতে থাকেন। এই নিয়ে বিক্ষোভ বাড়তে থাকে। এমনকী পুলিস তাঁদের বাধা দিতে গেলে মারধরও করে রোগীর আত্মীয়রা। এমনটাই অভিযোগ। আরও অভিযোগ, বিক্ষোভ চলাকালীন রোগীর এক আত্মীয় আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। তিন রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। বিষয়টিকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পৌঁছয় বিশাল পুলিস বাহিনী। এই বিষয়ে, দুর্গাপুরের এসিপি সুবীর রায় জানিয়েছেন, ‘রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখাচ্ছিল। তাঁদের মধ্যে  একজন গুলিও চালিয়েছে। যাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুটি গুলির খোল উদ্ধার করা গিয়েছে। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।’
  • Link to this news (বর্তমান)