আজ, শনিবার শহরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে? যা জানাল আবহাওয়া দপ্তর
বর্তমান | ১৯ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিম্নচাপ অক্ষরেখা ও বাংলাদেশে অবস্থিত ঘূর্ণাবর্তের জেরে শহর থেকে জেলায় ঝড়-বৃষ্টি চলছে। যার ফলে কিছুটা কমেছে তাপমাত্রা। দাবদাহ থেকে মিলেছে মুক্তি। আজ, শনিবারও কী শহরে ঝড়-বৃষ্টি হবে? এই প্রশ্নের উত্তরে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এদিন দুপুরের পরই শহর থেকে জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনের আকাশ থাকবে আংশিক মেঘলা।আজ, শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম। গতকাল, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকে শহরে ঝড়-বৃষ্টির প্রকোপ কমতে পারে। ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস, সঙ্গে ফিরবে অস্বস্তিকর গরম।