গতকালই বিয়েতে মুখ্যমন্ত্রীর উপহার পেয়েছিলেন, আর আজ সেই মমতাকেই তুলোধনা দিলীপের
হিন্দুস্তান টাইমস | ১৯ এপ্রিল ২০২৫
গতকাল বিয়ে উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপহার পাঠিয়েছিলেন দিলীপ ঘোষকে। আর আজ মুর্শিদাবাদ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ মর্নিংওয়াকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ জানান, ঘটনার দিন তিনি মালদায় গিয়েছিলেন। সেই সময় সেখান থেকে কলকাতা ফেরার পথে তাঁকে পুলিশ মাঝপথে আটকে দিয়েছিল। দিলীপ ঘোষ সেই সন্ধ্যায় বিএসএফ ডিআইজির সঙ্গে কথা বলেছিলেন বলেও দাবি করেন। কোথায় কোথায় ঝামেলা হচ্ছে, তার তালিকা বিএসএফের আধিকারিকের কাছে পাঠিয়েছিলেন দিলীপ।
এদিকে মুর্শিদাবাদে ওয়াকফ হিংসা নিয়ে দিলীপ ঘোষ আজ আরও বলেন, 'আদালতের নির্দেশে বিএসএফ নেমেছে। আমরা কোর্টে আবেদন করেছিলাম বিএসএফের। তারপরই অফিশিয়ালি বিএসএফ দিয়েছে
উল্লেখ্য, মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভের জেরে হিংসা ছড়িয়ে পড়েছিল ১১ এপ্রিল থেকে। এই হিংসার জেরে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন কিশোর আছে। সে গত ১১ এপ্রিল গুলিবিদ্ধ হয়েছিল। এদিকে ১২ এপ্রিল সামশেরগঞ্জে বাবা-ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিলেন স্থানীয়রা। এই আবহে ঘটনার খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করতে গেলে তাদের বাধা দেওয়া হয়েছিল। পরে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ ঘোষণা করলে তা না নেওয়ার ঘোষণা করেন নিহতের পরিবার। এদিকে এলাকায় শান্তি ফেরাতে অগ্রণী ভূমিকা পালন করে বিএসএফ।
এদিকে ১২ এপ্রিল ধুলিয়ান পুরসভাতে ভাঙচুর চালানো হয়েছিল। সেদিন একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালানো হয়েছিল এবং পরে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ধুলিয়ানে একটি শপিংমলেও লুটপাট চালানো হয়েছিল। এদিকে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের দাদা আলির বাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এমনকী বিধায়ককেও হেনস্থা করা হয়েছিল বলে দাবি করা হয়। এছাড়া জঙ্গিপুরের সাংসদ খলিলুরের অফিসেও হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। এদিকে মুর্শিদাবাদে হিংসার অভিযোগে এখনও পর্যন্ত শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।