মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকায় ‘অভয়া ক্লিনিক’ খুলছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা। জানা গিয়েছে, সামশেরগঞ্জ, ধুলিয়ান এলাকায় এই ক্লিনিক খোলা হবে। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। আজ, শনিবারই জেলায় পৌঁছে যাওয়ার কথা তাঁদের।
সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদের আবহে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের কয়েকটি এলাকায়। এই ঘটনায় তিন জনের মৃত্যু পর্যন্ত ঘটেছে। আক্রান্ত বহু মানুষ। এলাকায় ঘরবাড়ি ও দোকানপাটে ভাঙচুর চালানো হয়েছে। এমনকী আগুনও ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। পুলিশকেও আক্রান্ত হতে হয়েছে। আতঙ্কে এখনও ঘরছাড়া বহু মানুষ। এই আবহে আক্রান্তদের চিকিৎসা পরিষেবা দিতে এলাকায় অভয়া ক্লিনিক খোলার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। পাশাপাশি তাঁরা এলাকায় সম্প্রীতির বার্তাও দেবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, ‘ধর্মীয় বিভাজনের এই খেলা আমরা দেখতে চাই না। আমরা মুর্শিদাবাদে সামশেরগঞ্জের হিংসা কবলিত এলাকায় যাব বলে ঠিক করেছি। সেখানে আমাদের মেডিক্যাল টিম পাঠানো হবে। আমরা চাই প্রশাসন এই বিষয়ে সহযোগিতা করুক।’