• সুকান্তের কনভয়ের গাড়িতে ধাক্কা
    দৈনিক স্টেটসম্যান | ১৯ এপ্রিল ২০২৫
  • বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়ের একটি গাড়িতে রাজ্য সরকারের একটি গাড়ির ধাক্কা লাগায় শুক্রবার বিকেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর রাজ্য সরকারের গাড়ি থেকে চালককে নামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে সুকান্তের নিরাপত্তারক্ষীরা। প্রথমে তাঁদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ওই চালক। কিন্তু পরে নিজের ভুল স্বীকার করে নেন তিনি।

    শুক্রবার বিকেলে রাজ্য দপ্তরে আয়োজিত একটি বৈঠকে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। দপ্তরের বাইরে দাঁড়িয়ে ছিল তাঁর কনভয়ের গাড়িগুলি। সেই সময় নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটির একটি গাড়ি সুকান্তের কনভয়ের একটি পাইলট গাড়িতে ধাক্কা মারে। সেই সময় গাড়িতে কয়েকজন বসেছিলেন। দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে আসেন তাঁরা। এরপরই রাজ্য সরকারের ওই গাড়ির চালককে ঘিরে ফেলেন সুকান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। যদিও পরে নিজের ভুল স্বীকার করলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)