• ওয়াকফ আইন বাতিলের দাবিতে ফুরফুরা থেকে ‘ব্রিগেড চলো’র ডাক
    দৈনিক স্টেটসম্যান | ১৯ এপ্রিল ২০২৫
  • সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে ২৬ এপ্রিল ব্রিগেডে সভা হওয়ার কথা। এ বার ফুরফুরা শরিফ থেকে ‘ব্রিগেড চলো’র ডাক দেওয়া হল।

    সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বাংলায় প্রতিবাদ কর্মসূচি চলছে। বিরোধিতায় পথে নেমেছে মুসলিম সম্প্রদায়ের একাংশ। দিন কয়েক ধরে ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ এবং মালদহে। তবে রাজ্যের অন্যান্য জায়গাতেও প্রতিবাদ কর্মসূচি হচ্ছে। বাদ নেই ফুরফুরাও। সেখানকার বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা আয়োজন করছেন পিরজাদারা। শুক্রবার পিরজাদা উজলপুকুর মাঠে প্রতিবাদ সভা করে ফুরফুরার একাংশ। তবে সেই সভায় উপস্থিত ছিলেন না ত্বহা সিদ্দিক্কি বা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি।

    শুক্রবারের সভা থেকেই ব্রিগেডে সমাবেশ করার ডাক দেওয়া হয়েছে। মুসলিম ল’ বোর্ডের তরফে এই সমাবেশ আয়োজন করা হবে বলেও জানানো হয়। ফুরফুরা পিরজাদা মেহেরাব সিদ্দিকি বলেন, ‘‘মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের ডাকে ২৬ এপ্রিল ব্রিগেড সমাবেশ হবে। আমরা পিরজাদারা সমর্থন করেছি।’’ তিনি আশাবাদী, সে দিন ব্রিগেডে জনপ্লাবন ঘটবে। মেহেরাবের কথায়, ‘‘ওয়াকফ আইন বাতিলের দাবিতে এবং ভারতের সংবিধান রক্ষায় এই সমাবেশ হবে।’’ একই সঙ্গে ২৬ এপ্রিল যাঁরা ব্রিগেড আসবেন, তাঁদের সংযত থাকার বার্তা দিলেন তিনি। কারও ফাঁদে পা না-দেওয়ার আর্জিও জানানো হয়। ব্রিগেড সমাবেশে ত্বহা, নওশাদ বা তাঁর দাদা পিরজাদা আব্বাস সিদ্দিকি থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে ফুরফুরার পিরজাদারা সকলেই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে পথে নেমেছেন। সুপ্রিম কোর্টে মামলা করেছেন নওশাদও।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)