• আগামী সপ্তাহে বঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস
    প্রতিদিন | ১৯ এপ্রিল ২০২৫
  • নিরুফা খাতুন: সপ্তাহান্তে কোথাও বেরনোর পরিকল্পনা থাকলে বাদ সাধতে পারে ঝড়বৃষ্টি। এমনই আশঙ্কার কথা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সোমবারের পর থেকে বদলাবে আবহাওয়া। বাড়বে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের আশঙ্কাও রয়েছে।

    আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, অসম এবং উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বাংলাদেশের এই ঘূর্ণাবর্তের উপর দিয়েই ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে। এছাড়াও পাঞ্জাব থেকে ঝাড়খণ্ড পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে। দক্ষিণ ভারতের মধ্য মহারাষ্ট্র থেকে গাল্ফ অফ মানার পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে। এদিকে আবার, শনিবার বাংলার ৬ জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। রবি ও সোমবার ঝড়ের সম্ভাবনা কার্যত নেই। তবে রবিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার আংশিক মেঘলা আকাশ। মঙ্গলবার থেকে পরিষ্কার হবে আকাশ। তাপমাত্রা বাড়বে ক্রমশ। সোম থেকে বুধবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

    শনিবার জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ৭০ থেকে ১১০ মিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। প্রবল বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গের জেলাগুলিরও তাপমাত্রা বাড়বে। কমপক্ষে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বাংলার পাশাপাশি ভারী বৃষ্টির সঙ্গে নতুন করে তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সিকিম, অসম, মেঘালয়েও। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে রাজস্থান ও মধ্যপ্রদেশে। ধূলিঝড় হতে পারে গুজরাটে।
  • Link to this news (প্রতিদিন)