শাহজাদ হোসেন, ফরাক্কা: সামশেরগঞ্জে পৌঁছল জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যদের সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন স্থানীয় মহিলারা। গত দুই সপ্তাহ আগে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ, অশান্তি চলে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়াল, সামশেরগঞ্জ এলাকায়। সেখানেই বহু মানুষ ঘরছাড়া হন। আজ শনিবার বেতবোনায় গিয়েছিল জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]