সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মামার বাড়িতে ঘুরতে গিয়েছিল এক নাবালিকা। সেখানেই তাকে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযুক্ত বছর ৭৫-এর প্রতিবেশী এক বৃদ্ধ। ঘটনার কথা জানার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ওই বৃদ্ধকে পাকড়াও করে ঘরে আটকে রাখা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ধৃত ওই বৃদ্ধের নাম নিশিকান্ত বিশ্বাস। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্ট এলাকায়।
একটি অনুষ্ঠানে যোগ দিতে মামার বাড়িতে বেশ কয়েক দিন আগেই গিয়েছিল ওই নাবালিকা। মামার বাড়ি যাওয়ার কারণে অনেক আগে থেকেই ওই বৃদ্ধের সঙ্গে তার পরিচয় ছিল। ওই বৃদ্ধ নিশিকান্ত বিশ্বাসকে দাদু বলে ডাকত বলেও খবর। গতকাল শুক্রবার বিকেলের পর ওই নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল ওই বৃদ্ধ। ওই ঘরে এক নাবালকও ছিল। কিছু সময় পরে ওই নাবালক ঘর থেকে চলে যায়। অভিযোগ, সেই সুযোগে এরপরই নাবালিকার উপর অত্যাচার শুরু করে সে। নিজেকে বাঁচাতে প্রবল আর্তনাদ করে ওই নাবালিকা।
সেই আর্তনাদ শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসে। ওই বৃদ্ধকে ধরে আটকে রাখা হয়। খবর দেওয়া হয় পুলিশে। রাতে তেহট্ট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে। ধৃতকে থানায় নিয়ে গিয়ে জেরা করেন তদন্তকারীরা। আজ শনিবার ধৃতকে আদালতে তোলা হবে। ওই নাবালিকার শারীরিক পরীক্ষা হবে বলেও খবর। প্রতিবেশী বৃদ্ধ কীভাবে এমন ন্যক্কারজনক কাজ করতে পারে? সেই প্রশ্ন উঠেছে। ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনাও ছড়ায় বলে খবর।