কয়েক দিন আগে ওয়াকফ আইনের প্রতিবাদে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়ের পোলেরহাট ও উত্তর কাশীপুর থানা এলাকা। বৃহস্পতিবার ভাঙড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কিন্তু তার ২৪ ঘণ্টার মধ্যে ফের শুক্রবার গভীর রাতে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
অভিযোগ, ভাঙড় ২ নম্বর ব্লকের চকমরিচা তেঁতুলতলার ঘাট এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগিয়ে ভাঙচুর করা হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ISF-এর সমর্থকরাই ওই পার্টি অফিসে আগুন লাগিয়েছে। পার্টি অফিসে আগুনে পুড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক শওকত মোল্লার ছবি। এর পাশাপাশি একটি ক্যারাম বোর্ডও ভেঙে খালে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তর কাশীপুর থানার পুলিশ। জানা গিয়েছে, পুলিশের বড় বাহিনী দিয়ে গোটা এলাকা ঘিরে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনার পিছনে স্থানীয় তৃণমূল নেতৃত্ব রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা করছে। যদিও এই অভিযোগ নিয়ে এখনও ISF-এর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।