• হাইকোর্টে বিড়ম্বনা ঠেকাতে আইনজীবীদের নয়া প্যানেল
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৫
  • এই সময়: হাইকোর্টে মামলায় জিততে আবারও একাধিক আইনজীবী নিয়োগ করল রাজ্য। রাজ্যের লিগ্যাল রেমেমব্রান্সার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, হাইকোর্টে নতুন করে আট জন দক্ষ স্পেশ্যাল গভর্নমেন্ট প্লিডার ও একজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিয়োগ করেছে সরকার। তাঁদের কত টাকা করে দেওয়া হবে, সে ব্যাপারেও একটি হিসেব দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

    বছরখানেক আগে অর্থ দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, রাজ্য ও কলকাতা পুলিশের সব মামলায় সরকারি প্যানেলের বাইরেও প্রাপ্য ‘দক্ষিণা’ দিয়ে আইনজীবী নিয়োগ করা হবে। এ বার রাজ্যের সরকারি প্যানেলে জিপি–পিপি থাকার পরেও ওই সব পদে স্পেশাল প্লিডার নেওয়ার বিজ্ঞপ্তি জারি হলো। ফলে প্রশ্ন উঠেছে, সরকারি প্যানেলের আইনজীবীদের যোগ্যতা নিয়ে কি সংশয়ী সরকারই?

    সরকারি প্যানেলের আইনজীবীদের যোগ্যতা–দক্ষতা নিয়ে মাঝেমধ্যেই বিভিন্ন এজলাসে বিচারপতিদের প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। অযোগ্যদের প্যানেল থেকে বাদ দেওয়ার জন্য সরকারের কাছে হাইকোর্ট সুপারিশ করেছে, এমন ঘটনাও ঘটেছে। কিছু পদাধিকারী সরকারি পদে থেকেও প্রাইভেট মামলায় সময় দিতে গিয়ে রাজ্যের হয়ে শুনানিতে উপস্থিত না–থাকায় উষ্মা প্রকাশ করেছে হাইকোর্ট।

    এই আবহে স্পেশাল পিপি ও স্পেশাল জিপি পদে আইনি দক্ষতার সঙ্গে বিচারপতিদের মন বোঝা আইনজীবীর খোঁজ চালাচ্ছিল রাজ্য। এমন নিয়োগ যে হবে, তা গত ২২ ফেব্রুয়ারি ‘এই সময়’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। যে আইনজীবীদের স্পেশাল পদে নিয়োগ করা হয়েছে, বিচারবিভাগের কাছে তাঁদের অধিকাংশেরই ইমেজ স্বচ্ছ। শাসকদলের ঘনিষ্ঠ রাজ্যের এক বর্ষীয়ান আইনজীবীর কথায়, ‘পড়াশোনা না–করা, মামলায় অংশ না–নেওয়া এমন বহু আইনজীবী প্যানেলে রয়েছেন। তাঁদের জন্যেই বদনাম হয় রাজ্যের। তাই নতুন যোগ্য ও দক্ষ এবং ভাবমূর্তি স্বচ্ছ, এমনদের আনতে হচ্ছে।’

    রাজ্যের তরফে ১৭ মার্চ বিজ্ঞপ্তি জারি করে এই স্পেশাল আইনজীবীদের ফি ২০ হাজার টাকা বলে ঘোষণা করা হয়েছে। দেওয়া হবে আনুষঙ্গিক খরচ বাবদ টাকাও। তবে এই টাকা প্রতি মাসে, না মামলা বা শুনানি পিছু — তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট নয় বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।

    আর এই প্রসঙ্গেই উঠে আসছে গত বছর ৬ মার্চ অর্থ দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তির প্রসঙ্গ। সেখানে বলা হয়, গুরুত্ব বুঝে পুলিশের যে কোনও মামলায় প্যানেলের বাইরে থেকে যে কোনও আইনজীবীকে তাঁর প্রাপ্য ফি দিয়েই নিয়োগ করা হবে। সেই সব আইনজীবী নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে পুলিশ ডিরেক্টরেট। এ বার বছর ঘুরতেই আবার নতুন করে স্পেশাল জিপি ও পিপি নিয়োগ এবং আর্থিক অনুদানে বৈষম্য দেখছেন আইনজীবীদের একাংশ।

    এরই মধ্যে সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে এমন দু’জনের নাম রয়েছে, যাঁরা কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের হয়ে নিয়মিত মামলা লড়েন। তবে সেই আইনজীবীরা রাজ্য সরকারের প্যানেল ছেড়ে দেবেন বলেই খবর।

  • Link to this news (এই সময়)