• সারারাত ক্যাম্পাসে দাপিয়ে বেড়াল হাতি, আতঙ্কে ঘুম উড়ল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যলয়ের পড়ুয়াদের...
    আজকাল | ১৯ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাত তখন প্রায় ১২টা ছুঁই ছুঁই। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হোস্টেলের সামনে হাজির স্বয়ং গজরাজ। আবাসিক ছাত্ররা হাতি দেখতে পেয়েই হোস্টেল থেকে বাইরে বেরিয়ে আসেন।

    নিজেদের চোখের সামনে হাতি দেখতে পেয়ে হতবাক হয়ে যান সকলেই। কেউ কেউ আবার ভয়ে গুটিয়ে যান। অনেকে আবার মুঠোফোনে ছবি তুলে নেন গজরাজের।ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হাজির হন বাগডোগরা বনদপ্তরের কর্মীরা। তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে পৌঁছয় পুলিশও।

    এমনিতেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় লাগোয়া রঙ্গিয়া অঞ্চলে থাকা বালাসন নদীতে হাতি পারাপারের দৃশ্য মাঝেমধ্যেই দেখা যায়। তারই সঙ্গে এলাকায় রয়েছে চা বাগান ও পানিঘাটার বনাঞ্চল। কিন্তু এত কিছুর মধ্যেও বিশ্ববিদ্যালয় চত্বরে হাতির উপস্থিতি ছিল বিরল।

    কিন্তু শুক্রবার রাতে এমনই ঘটনার সাক্ষী থাকলেন পড়ুয়ারা। জানা গিয়েছে, গভীর রাত পযর্ন্ত বনদপ্তরের প্রচেষ্টায় শেষ অবধি হাতিটিকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়।

    এই ঘটনা প্রসঙ্গে আবাসিকের ছাত্র শুভাশিস বর্মন জানান, 'রাতের খাওয়া দাওয়া করে ঘুমোতে যাব। এমন সময় বিকট শব্দ কানে আসে। হাতি এসেছে জানতে পেরে অনেকেই নিচে চলে এসেছিলেন। যদিও ক্যাম্পাসে ঘোরাঘুরি ছাড়া হাতিটি তেমন কিছু করেনি। আবাসিকরাও কেউ হাতিটিকে উত্তেজিত করেনি।বনদপ্তরের কর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় অবশেষে হাতিটি জঙ্গলে ফিরে গিয়েছে।'
  • Link to this news (আজকাল)