• মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০...
    আজকাল | ১৯ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ এক প্রতিবেশীর মুরগি আর এক প্রতিবেশীর বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ছড়াল তুমুল উত্তেজনা। এমনকী মারধরের ঘটনাও ঘটেছে। অভিযোগ ঘটনায় দুই পরিবারের দশ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ২ নম্বর ব্লকের জেলিয়াখালি পাখিরালা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, একটি পরিবারের মুরগি আর এক পরিবারের বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। বচসা থেকে হাতাহাতি। তারপর দুই পরিবারের লোকজন বাঁশ নিয়ে পরস্পরের দিকে তেড়ে যান।  ঘটনার জেরে দুই পরিবারের দশ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। 

    এদিকে তৃণমূলের দাবি এই মারামারির ঘটনায় যারা আহত হয়েছেন, তারা প্রত্যেকেই তাদের দলের কর্মী–সমর্থক। বিজেপিও একই দাবি করেছে। দু’‌পক্ষই একে অপরের নামে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ এই ঘটনায় এখনও অবধি পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। 

     
  • Link to this news (আজকাল)