• জলপাইগুড়িতে চা বাগানে চিতাবাঘের হামলা, গুরুতর জখম এক শ্রমিক
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বাগানে কীটনাশক স্প্রে করার সময়ে এক চা শ্রমিকের উপর হামলা চালাল চিতাবাঘ। আজ, শনিবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির সদর ব্লকের ভান্ডিগুড়ি চা বাগানের ৬০ নং সেক্টরে। আক্রান্ত চা শ্রমিকের নাম ঝটুং ওরাও (৪০)। এদিন বাগানে কীটনাশক স্প্রে করতে গিয়েছিলেন তিনি। তখনই আচমকা তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে একটি চিতাবাঘ। তার হাত থেকে নিস্তার পেতে অনেক চেষ্টা করে ঝটুং। চেঁচাতেও থাকে। সেই আওয়াজ শুনে বাগানের অন্য সেকশনে থাকা চা শ্রমিকরা ছুটে আসে। ওই চিতাবাঘটিকে তাড়া করেন শ্রমিকেরা। তারপরেই গুরুতর জখম অবস্থায় দ্রুত তাঁকে জলপাইগুড়ি মেডিক্যালের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে খবর, ওই শ্রমিকের অবস্থা সঙ্কটজনক। চিতাবাঘটি ঝটুংয়ের গলায় থাবা বসিয়েছে।বাগানের শ্রমিক বরুণ ভূমিজ জানিয়েছেন, এক সপ্তাহ আগেও একবার সেখানে চিতাবাঘ দেখা গিয়েছিল। বনদপ্তরে খবর দেওয়া হয়, তারপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর দাবি, বনদপ্তরের তরফে একটি খাঁচা দেওয়া হয়েছে। কিন্তু তা না পেতে এমনি ফেলে রাখা হয়েছিল। টোপ দিয়ে খাঁচাটি পাতা থাকলে চিতাবাঘটি ধরা পড়ত। এই ঘটনার পর অবশ্য এদিন বাগানে খাঁচা পাতা হয়েছে। জখম শ্রমিক ঝুটুংয়ের শ্যালিকার বিয়ে। সেই উপলক্ষ্যে ডেঙ্গুয়াঝাড়ে বাপের বাড়িতে গিয়েছেন ওই শ্রমিকের স্ত্রী সঙ্গীতা। সকাল সকাল কাজ সেরে শ্বশুরবাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিল ঝুটুংয়ের। কিন্তু তার আগেই চিতাবাঘের হামলার মুখে পড়তে হল তাঁকে।
  • Link to this news (বর্তমান)