• জেইই মেনসে রাজ্যে প্রথম খড়গপুরের অর্চিষ্মান
    দৈনিক স্টেটসম্যান | ১৯ এপ্রিল ২০২৫
  • জেইই মেনসে সারা দেশে ত্রয়োদশ এবং রাজ্যে প্রথম স্থান দখল করলেন খড়গপুরের বারবেটিয়ার বাসিন্দা অর্চিষ্মান মাইতি। খড়গপুরের ডিএভি মডেল স্কুলের ছাত্র অর্চিষ্মান তাঁর এই সাফল্যে খুশি কিন্তু আনন্দে ভেসে যেতে রাজি নন। অর্চিষ্মান বলেন, পরীক্ষায় ভালো ফল হবে এটা বুঝেছিলাম। ভবিষ্যতে তিনি খড়গপুর আইআইটিতে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান।

    অর্চিষ্মান জানিয়েছেন, নিজের সাফল্যের জন্য বাবা, মা এবং দাদুর অবদান রয়েছে। বাবা বিভিন্ন মডেল প্রশ্নপত্র এনে দিতেন অর্চিষ্মানকে। সেইসব প্রশ্নের উত্তর সঠিকভাবে তিনি দিতে পারছেন, কিনা সেদিকে লক্ষ্য রাখতেন। মা অনিন্দিতা মাইতি নন্দী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে রয়েছেন। তিনি ছেলের রসায়নের পড়াশোনা কেমন হচ্ছে, সেদিকে লক্ষ্য রাখতেন। দাদু বঙ্কিম মাইতি রসায়ন এবং ফিজিক্স, এই দুটি বিষয়ে লক্ষ্য রাখতেন। আলাদা করে কোনও গৃহশিক্ষক ছিল না অর্চিষ্মানের।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)