ফেলে দেওয়া জিনিসে সৌন্দর্যায়ন উত্তরপাড়ায়, সমাজ সচেতনতায় অভিনব উদ্যোগ পুরসভার
প্রতিদিন | ১৯ এপ্রিল ২০২৫
সুমন করাতি, হুগলি: এলাকাবাসীকে সমাজ সচেতন করতে এবার অভিনব উদ্যোগ হুগলির উত্তরপাড়া কোতরং পুরসভার। স্থানীয়দের বাড়ি থেকে ফেলে দেওয়া বিভিন্ন জিনিস সংগ্রহ করে সেসব দিয়ে তৈরি করা হচ্ছে ভাস্কর্য। পুরসভার এমন উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। পুরসভার তরফে জানানো হয়েছে, এলাকার প্রত্যেকের বাড়িতে লোহার বিভিন্ন ধরনের ভাঙাচোরা পড়ে থাকে। বর্ষাকালে সেগুলিতে জল জমার ফলে মশার উপদ্রব বাড়ে। সাধারণ মানুষকে এনিয়ে একাধিকবার সচেতন করা হলেও তারা সর্তক না হওয়ায় এবার এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
পুরসভার আধিকারিকদের যুক্তি, এর ফলে একদিকে যেমন সাধারণ মানুষকে সচেতন করা যাবে, ঠিক তেমনই এলাকার সৌন্দর্যও বৃদ্ধি পাবে। তাছাড়া শিল্পকলার প্রতিও সকলকে আগ্রহী করে তোলা যাবে বলে মত পুর কর্তৃপক্ষের। প্রাথমিকভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে একটি সুবিশাল ভাস্কর্য তৈরি করা হয়েছে। সেটিকে স্থাপন করা হয়েছে উত্তরপাড়ার দোলতলা ঘাটে। আর এই অভিনব ভাস্কর্য দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন বহু মানুষ।
রাজ্য সরকারের উদ্যোগে এসইউডিআই-এর তত্ত্বাবধানে, হুগলির উত্তরপাড়া-কোতরং পুরসভা এই বিশেষ পদক্ষেপ নিয়েছে। পুরসভার তরফে জানানো হয়েছে, বিভিন্ন আবর্জনা দিয়ে প্রাথমিকভাবে একটি ভাস্কর্য তৈরি করা হলেও এই ধরনের আরও সৌন্দর্যায়নের কাজ করা হবে। পাশাপাশি সেগুলিকে শহরের বিভিন্ন জনবহুল এলাকায় স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এতে যেমন বর্ষাকালে যেখানে-সেখানে জল জমা এবং মশার উপদ্রব কমানো সম্ভব হবে, তেমনই এলাকার সৌন্দর্যও বৃদ্ধি পাবে বলে মত পুর আধিকারিকদের।
এনিয়ে উত্তরপাড়া পুরসভার পুর প্রধান দিলীপ যাদব বলেন, “বিভিন্ন বর্জ্য পদার্থ দিয়ে এই ভাস্কর্য তৈরি করা হচ্ছে। এতে একইসঙ্গে সাধারণ মানুষকে সচেতন করা এবং এলাকার সৌন্দর্য বৃদ্ধি করা সম্ভব হবে।” এলাকার মানুষের কাছে তাঁর আবেদন, অপ্রয়োজনীয় বর্জ্য যেখানে-সেখানে ফেলবেন না। এতে এলাকার সুস্থ পরিবেশ নষ্ট হয়। অপ্রয়োজনীয় বর্জ্য পুরসভার হাতে তুলে দিন।