‘দিদি ইকো পার্ক তৈরি করেছিলেন বলেই…’, দিলীপকে বিয়ের শুভেচ্ছা জানিয়েও খোঁচা রচনার
প্রতিদিন | ১৯ এপ্রিল ২০২৫
সুমন করাতি, হুগলি: গতকাল শুক্রবার দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দিনভর শুভেচ্ছাবার্তায় ভেসে গিয়েছেন নবদম্পতি। এবার দিলীপ ও রিঙ্কুকে শুভেচ্ছা জানালেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে খোঁচাও দিলেন। এদিন রচনা বলেন, “ইকো পার্ক সবার জন্য।দিদি তৈরি করেছেন বলে আজ সেখানে গিয়ে সবাই দেখা করতে পারছেন, বসতে পারছেন।” ইকো পার্ক থেকেই দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের সম্পর্কের সূত্রপাত। সেই কথা আগেই জানা গিয়েছিল।
গতকাল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আজ শনিবার দিলীপ ঘোষের জন্মদিন। রাজারহাটের ইকোপার্কে এদিন সস্ত্রীক প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ। সেখানে কেক কেটে জন্মদিনও পালন করা হয়। সকাল থেকে জন্মদিনের শুভেচ্ছাও পাচ্ছেন বিজেপি নেতা। এদিন দিলীপ ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রচনা। এদিন হুগলির সাংসদ বলেন, “আমি ওনাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছি। উনি আনন্দে থাকুন। ভালো থাকুন। জন্মদিনেও দিলীপদাকে শুভেচ্ছা জানাই।”
কলকাতায় থাকলে দিলীপ ঘোষ ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান। সেই ইকো পার্ক থেকেই দিলীপ ও রিঙ্কুর সম্পর্কের সূত্রপাত বলে জানা গিয়েছে। গতকাল থেকে সেই বিষয়ে চর্চাও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই প্রসঙ্গে মন্তব্য করেছিলেন, ইকো পার্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। সেই কথার সূত্র ধরেই রচনার মুখেও এই বক্তব্য! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন তিনি। এদিন রচনা বলেন, “ইকো পার্ক সবার জন্য। দিদি তৈরি করেছেন বলে আজ সেখানে গিয়ে সবাই দেখা করতে পারছেন, বসতে পারছেন, খাওয়াদাওয়া করতে পারছেন। আনন্দ করতে পারছেন। প্রেমপর্বের সূচনাও হচ্ছে। সব জায়গায় দিদি আছেন।”
এদিন নিজের সংসদীয় এলাকায় গিয়েছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আজ ধনিয়াখালিতে চক্ষু পরীক্ষা শিবির হয়। সেখানে এলাকার সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন। গ্রামের মানুষের চোখ পরীক্ষা থেকে ছানির অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার কথা বলেন। পাশাপাশি তাঁর সংসদীয় এলাকার সাতটি বিধানসভা এলাকাতে কৃত্রিম হাত দেওয়ার ব্যবস্থা করা হবে। সেই কথাও জানিয়েছেন তিনি।