• শহরে ফের বেপরোয়া গতির বলি নাবালক! গার্ডেনরিচে গাড়ি উলটে আহত আরও ৫
    প্রতিদিন | ১৯ এপ্রিল ২০২৫
  • নিরুফা খাতুন: শহরে ফের বেপরোয়া গতির বলি ১। প্রাণ গেল নাবালকের। আহত ৫। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচ ফ্লাইওভারে। গাড়ি উলটে চাপা পড়ে তারা। আহত ও মৃতদের অধিকাংশই নাবালক। কিশোরদের হাতে গাড়ির স্টিয়ারিং কেন? তা নিয়ে প্রশ্ন উঠছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালকের নাম শুভম দাস। বয়স ১৭ বছর। সে গার্ডেনরিচ পাহাড়পুর এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে চা খেতে বেরয় নাবালক। দ্রুত গতিতে ছুটতে থাকা গাড়িটি গার্ডেনরিচ ফ্লাইওভারে ওঠে। তারপর গাড়িটি হঠাৎই উলটে যায়। বাইরে ছিটকে পড়ে নাবালক। গাড়ির তলায় চাপা পড়ে গুরুতর আহত হয় সে। বাকিরা গাড়ির ভিতরেই আটকে পড়ে।

    বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর যায় পুলিশে। স্থানীয় ও পুলিশের চেষ্টায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শুভমকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিরা আহত অবস্থায় চিকিৎসাধীন।

    ঘটনার পর নাবালকদের গাড়ি দেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনায় মৃত নাবালকই গাড়ি চালাচ্ছিল। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়ির স্টিয়ারিং ছিল ঘটনায় আহত এক তরুণের হাতে। পুলিশের প্রাথমিক অনুমান গাড়িটি দ্রুত গতিতে থাকার ফলে তা নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খেয়ে যায়। গাড়িটি বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত করছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)