• দিলীপ-রিঙ্কুর প্রেম পর্বেও ‘দিদির অনুপ্রেরণা’? রচনার শুভেচ্ছাবার্তায় কীসের আভাস?
    হিন্দুস্তান টাইমস | ১৯ এপ্রিল ২০২৫
  • সদ্য বিবাহিত বিজেপি নেতা দিলীপ ঘোষকে তাঁর নতুন জীবনে পদার্পণের অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন অভিনেত্রী তথা সাংসদ রচনা বন্দ্যোপাধ্য়ায়। আর, তাঁর সেই শুভেচ্ছাবার্তাতেই উঠে এল 'দিদির অনুপ্রেরণা'র আভাস!

    বিষয়টা একটু ভেঙেই বলা যাক। গতকালই রিঙ্কু মজুমদারের সঙ্গে বিয়ে হয়েছে দিলীপ ঘোষের। যা নিয়ে দিনভর নানা চর্চা চলেছে এবং এখনও চলছে। কিন্তু, দিলীপের সঙ্গে রিঙ্কুর আলাপ, প্রেম - এসব হল কীভাবে?

    এ নিয়ে নানা মুনির নানা দাবি! এমনিতে দিলীপের মতোই রিঙ্কুও একজন রাজনৈতিক কর্মী। এবং তিনিও বিজেপির সঙ্গেই যুক্ত। সুতরাং, এই যোগাযোগটি তো একেবারে স্পষ্ট। কিন্তু, তারপরও একটি দাবি সমাজমাধ্যম এবং সংবাদমাধ্যমের একাংশে উঠে এসেছে যে - ইকো পার্কে প্রাতর্ভ্রমণ করতে গিয়েই নাকি দিলীপ রিঙ্কুর মন দেওয়া-নেওয়ার পালা শুরু হয়!

    অথচ দিলীপ ঘোষ নিজে এই দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন,তাঁর স্ত্রী রিঙ্কু মোটেও প্রাতর্ভ্রমণ করেন না। তাই তাঁর মতে, 'অনেকেই গল্প দিচ্ছেন, মর্নিং ওয়াক করতে গিয়ে নাকি প্রেম হয়েছে! যাঁরা বলছেন, তাঁরা সারাজীবন মর্নিং ওয়াক করলেও, তাঁদের ভালবাসাও হবে না, বিয়েও হবে না!'

    এদিকে, দিলীপ ঘোষ কিন্তু তাঁর রোজের অভ্যাস বদলাননি। বিয়ের পরদিনই - আজ ! ফলে, সেই ইকো পার্কেই কেক কেটে দিনটি উদযাপন করতে দেখা যায় তাঁকে। সেখানে দিলীপের অনুগামীরা থাকলেও রিঙ্কু ছিলেন না। কারণ, দিলীপের কথা অনুসারেই - তিনি প্রাতর্ভ্রমণ করেন না।

    যদিও, সেই খবর রচনা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে পৌঁছেছে কিনা জানা নেই। কারণ, রচনা দিলীপের উদ্দেশে তাঁর শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন, 'আমি ওনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি। উনি আনন্দে থাকুন, ভাল থাকুন।...'

    এরপরই ইকো পার্ক প্রসঙ্গ ওঠায় রচনা বলেন, 'ইকো পার্ক সবার জন্য। দিদি তৈরি করেছেন বলে আজ সেখানে গিয়ে সবাই দেখা করতে পারছেন, বসতে পারছেন, খাওয়া দাওয়া করতে পারছেন, আনন্দ করতে পারছেন, প্রেম পর্বের সূচনাও হচ্ছে! সব জায়গায় দিদি আছেন!'

    প্রসঙ্গত, রচনা ব্যস্ত রয়েছেন তাঁর নিজস্ব সংসদীয় এলাকায় একটি স্বাস্থ্যশিবির নিয়ে। মূলত যাঁদের কোনও কারণে নিজেদের হাত হারাতে হয়েছে, তাঁদেরই বিনামূল্যে কৃত্রিম হাত বা প্রত্যঙ্গ দানের ব্যবস্থা করেছেন সাংসদ। সেই শিবিরের মাঝেই দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানান রচনা। দিলীপের প্রেম পর্ব শুরুর নেপথ্যে ঘুরিয়ে 'দিদির অনুপ্রেরণা'র বার্তা দেন!
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)