• ‘‌পার্কে প্রেমিক–প্রেমিকা দেখলেই যেন না পেটায়’‌, দিলীপ ঘোষের কাছে আর্জি দেবাংশুর
    হিন্দুস্তান টাইমস | ১৯ এপ্রিল ২০২৫
  • বৈশাখেই দিলীপ ঘোষের জীবনে বসন্ত নেমে এসেছে। এখন আর তিনি আরএসএসের প্রচারক নন। বিজেপির নেতা থাকলেও ঘোর সংসারী। শুক্রবার গোধূলি বেলাতেই সাত পাকে বাঁধা পড়েছেন গোপীবল্লভপুরের ‘‌নাড়ু’‌। আর তারপরই দিলীপ ঘোষের এই বয়সে বিয়েকে সমর্থন করে এসেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা। ‘‌যাঁরা কাজে ব্যস্ততায় হয়ত কিছুটা দেরি করে ফেলেছেন, যাঁদের আজও একটু বেশি বয়সে কাউকে মনে ধরে, যাঁরা আজও সংকোচে থাকেন, সমাজের কাছে পছন্দ লুকিয়ে রাখেন, ‘‌লোকে কী ভাববে’‌ ভাবতে ভাবতে শেষে একলাই জীবনটা কাটিয়ে দেন, তাঁদের আজ সাহস যুগিয়ে দিলেন দিলীপ ঘোষ।’‌ এই কথাটি ফেসবুক পোস্টে লিখেছেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। আর সেটাকেই যেন মেনে নিয়ে আজ, শনিবার এক্স হ্যান্ডেলে নবদম্পতিকে শুভেচ্ছা জানালেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।


    কিন্তু দেবাংশু ভট্টাচার্য প্রেম–ভালবাসা এবং বিয়ে সবটা মিলিয়ে শুভেচ্ছার পাশাপাশি পরামর্শও দিয়েছেন। তাই তো ফেসবুক পোস্টে দেবাংশু লিখেছেন, ‘‌প্রমাণ করে দিলেন প্রেমের বয়স হয় না, ভালবাসার বয়স হয় না, বিয়েরও বয়স হয় না। বয়স একটা সংখ্যা মাত্র! সমাজের এই অদৃশ্য দেওয়ালটা ভেঙে দেওয়ার জন্য দিলীপদাকে বুক ভরা অভিনন্দন।’‌ তবে দিলীপ ঘোষের বিয়ে রাজ্য–রাজনীতিতে ঝড় বইয়ে দিয়েছে। কারণ সমস্ত আলো এবং উন্মাদনা গতকাল তিনিই যেন শুষে নিয়েছিলেন। নানা ইস্যু এখনও রাজনীতির ময়দানে থাকলেও দিলীপ ঘোষের বিয়ে সবকিছুকে পিছনের সারিতে সরিয়ে দিয়েছিল।

    শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, অনেকেই শুভেচ্ছা জানান তাঁকে। বিজেপির তাবড় নেতারাও দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন। বিয়ের প্রতি মুহূর্তের আপডেট সম্প্রচার করা হয়েছে সংবাদমাধ্যমে। রাজনৈতিক মতভেদ ভুলে সব রাজনৈতিক দলের নেতা–কর্মীরাই দিলীপবাবুর নতুন জীবনের শুভ কামনা করেছেন। আর দেবাংশু তখন লেখেন, ‘‌ভালো থাকুন দুজনে। ধূসর দিলীপ ঘোষের জীবনের বাকি দিনগুলো আগাপাশতলা রঙিন হয়ে উঠুক। একজন তৃণমূল কর্মীর শুভেচ্ছা গ্রহণ করবেন। আর হ্যাঁ, আপনার বজরং দলের ছেলেদের একটু বলে দেবেন পার্কে প্রেমিক–প্রেমিকা দেখলেই যেন পেটাতে না আসে। আজকের দিনে পার্কের গুরুত্ব তো আপনার থেকে ভালো কেউ জানে না..‌ তাই না দিলীপদা?’‌

    বিয়ের দুপুরেই দিলীপ ঘোষের নিউটাউনের বাড়িতে নবদম্পতিকে নতুন জীবন শুরু করার জন্য শুভেচ্ছা বার্তা পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এক্স হ্যান্ডেলে দিলীপ–রিঙ্কুকে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নব দম্পতির উদ্দেশে অভিষেক লিখেছেন, ‘‌নতুন জীবন সুন্দরভাবে শুরু করার জন্য দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারকে আন্তরিক অভিনন্দন জানাই। ভালবাসার নিজস্ব সময় ও লয় থাকে। আপনাদের একসঙ্গে পথচলা সেই সত্যিকারের ভালবাসারই প্রমাণ। আপনাদের জীবনে যেন আনন্দ, শান্তি ও সহচর্য চিরকাল স্থায়ী হয়—এই শুভকামনা রইল।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)