• আপাতত নবান্ন অভিযান স্থগিত, লালবাজারে চিঠি দিয়ে জানালেন ‘বঞ্চিত চাকরিপ্রার্থীরা’
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৫
  • আপাতত নবান্ন অভিযান স্থগিত রাখল ‘পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ’। শনিবার লালবাজারে চিঠি দিয়ে এ কথা জানিয়েছে তারা। ২১ এপ্রিল সোমবার পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ ব্যানারে ‘বঞ্চিত চাকরিপ্রার্থী’দের ১২টি সংগঠন নবান্ন অভিযানের ডাক দেয়। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ চেয়ে এই অভিযানের ডাক দিয়েছিল।

    মঞ্চের তরফে দেবাশিস বিশ্বাস জানান, সে দিন মুখ্যমন্ত্রী থাকছেন না। তবে তাঁরা মুখ্যসচিবের সঙ্গে বসার প্রস্তাব পেয়েছেন। সেই প্রস্তাবে তাঁরা রাজি। তাই আপাতত নবান্ন অভিযান স্থগিত রাখছেন তাঁরা। যদি কবে মুখ্যসচিবের সঙ্গে বসছেন, তা এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। মুখ্যসচিবের সঙ্গে মুখোমুখি বসার পর যদি কোনও সমাধান সূত্র না বের হয়, তখন নতুন করে নবান্ন অভিযানের ডাক দেবেন বলে জানান তিনি। দেবাশিস বিশ্বাসের কথায়, ‘আমাদের আন্দোলন করা লক্ষ্য নয়। আমরা সমাধাই চাই।’

    ২০০৯ সালের দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীদের সংগঠন, রাজ্য গ্রুপ ডি-এর চাকরিপ্রার্থীরা, ২০১৪ সালের টেট চাকরিপ্রার্থী-সহ ১২টি সংগঠন রয়েছে এই ‘পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ’-এর ছাতায়। দেবাশিস বিশ্বাস নিজেই ২০০৯ সালের দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থী।

    দেবাশিস বলেন, ‘পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আমরা আলোচনায় বসেছি। সেখানে উঠে এসেছে, আমরা মুখ্যসচিবের সঙ্গে আমরা বসতে পারব, তাঁরা সময় দেবেন। ঐক্যমঞ্চের বিভিন্ন সংগঠনের সমস্যার কথা আমরা জানাব। তাঁরাও সঠিক পদক্ষেপ করবেন। কী ভাবে জটিলতা কাটিয়ে আমরা চাকরিপ্রার্থীরা নিয়োগ পাই সেই উদ্যোগ তাঁরা নেবেন। আমরা মুখ্যসচিবের সঙ্গে বসার প্রস্তাবে রাজি হয়েছি। ইমেল করে জানিয়েছি, আমরা মুখ্যসচিবের সঙ্গে বসতে রাজি। তবে ২১ তারিখ নবান্ন অভিযান থেকে আপাতত বিরত থাকলেও, সমাধানসূত্র না বেরোলে আমাদের ফের এ পথে নামতে হবে।’

  • Link to this news (এই সময়)