যোগীর কায়দায় মুর্শিদাবাদের দাঙ্গাবাজদের উপর বুলডোজার চালানোর হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় ভবানীপুরের ভরা সভা থেকে রীতিমতো হুঁশিয়ারির সুরে বললেন, ‘মুর্শিদাবাদের দাঙ্গার হিসেব নেব। সরকারে এলেই দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চলবে। ১২ শতাংশ সুদ সহ পুরো টাকা ওদের থেকেই আদায় করব।’
সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত মুর্শিদাবাদ। বাড়িঘর ভাঙচুর থেকে আগুন, লুটপাঠ, বাদ যায়নি কিছুই। তারই প্রতিবাদে ভবানীপুরে মিছিল ও পথসভার আয়োজন করে বিজেপির যুব মোর্চা। সেই সভায় উপস্থিত হয়ে হিন্দু ঐক্যের ডাক দিলেন শুভেন্দু। তাঁর বক্তব্যের আগাগোড়া জুড়েই ছিল হিন্দু এবং হিন্দু ঐক্য।
ক্ষতিগ্রস্তদের একাংশ রাজ্য সরকারের ক্ষতিপূরণ নিতে রাজি নন। তাঁদের সাধুবাদ দেন শুভেন্দু। সঙ্গে বলেন, যার যা ক্ষতি হয়েছে আমরা করে দেব। যাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তাদের বাড়ি করে দেব। যাদের গরু, ছাগল তুলে নিয়ে গিয়েছে, তাদেরও চিন্তার কিছু নেই। সব ফেরত পাবেন।’ এদিন শুভেন্দু অনুগামীদের তরফে ক্ষতিগ্রস্তদের কয়েকজনের ফোনপে, জিপে নম্বরও দেওয়া হয়। বলা হয়েছে, এখানে সরাসরি টাকা পাঠালে ক্ষতিগ্রস্তদের কাছেই পৌঁছে যাবে।
শুভেন্দু প্রশ্ন তোলেন, ওয়াকফ আইনের সঙ্গে লুটপাঠের কী সম্পর্ক? তারপর নিজেই উত্তর দেন, ‘এ সব আসলে হিন্দু শূন্য করার চক্রান্ত।’ কেন্দ্রের কাছে এ দিন বাংলাদেশ সীমান্তের গ্রামগুলিতে সংখ্যালঘু হিন্দুদের হাতে অস্ত্র তুলে দেওয়ার আবেদনও করেন শুভেন্দু। তাঁর কথায়, ‘সবার আত্মরক্ষার অধিকার আছে।’