• ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না...
    আজকাল | ২০ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ছাগল নিয়ে ঝগড়ার জেরে বিক্ষোভ। পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না। শেষে অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাসে ওঠে অবরোধ। শনিবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে। 

    জানা গিয়েছে, গত ১৪ এপ্রিল বিকেলে স্থানীয় এক আদিবাসী মহিলার পাট ক্ষেতে ছাগল ঢুকে পড়লে তিনি ছাগলটি বেঁধে রাখেন। ছাগলের মালিক ওই এলাকার দক্ষিণ পাটকা পাড়ার বাসিন্দা বাদল‌ রায় ও ভূপেন রায় ঘটনার জেরে ওই আদিবাসী মহিলা ও তাঁর স্বামীর উপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। 

    এরপর ছাগলটির মৃত্যু হলে বাদল রায় আদিবাসী দম্পতির বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। মৃত ছাগলের ময়নাতদন্তও হয়। অন্যদিকে আদিবাসী দম্পতিও বাদলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু তাঁদের অভিযোগ, পুলিশ তাঁদের অভিযোগের গুরুত্ব দিচ্ছে না। শনিবার আদিবাসী সম্প্রদায়ের তরফে অভিযুক্তদের প্রথমে আলিপুরদুয়ার এবং পরে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে ধর্নায় বসেন। বেশ কিছুক্ষন বিক্ষোভের পর অতিরিক্ত পুলিশ সুপার তাঁদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রতিশ্রুতি দিলে আদিবাসীরা ধর্না তুলে নেন।
  • Link to this news (আজকাল)