• টাটা ট্রাস্টের সমীক্ষায় কলকাতা হাইকোর্টের স্থান শেষের দিকে 
    দৈনিক স্টেটসম্যান | ২০ এপ্রিল ২০২৫
  • প্রতি বছর কলকাতা হাইকোর্টের অধীনে বহু মামলা চলে। সম্প্রতি অনেকগুলি মামলার রায় দিয়েছে হাইকোর্ট। কিন্তু তাও মামলার দীর্ঘসূত্রিতার নিরিখে দেশের সব হাইকোর্টের মধ্যে পিছিয়ে কলকাতা হাইকোর্ট। টাটা ট্রাস্টের উদ্যোগে তৈরি ‘ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট ২০২৫’ এর তথ্য তাই বলছে।

    সমীক্ষায় কেবল বিচারকালীন সময় বিষয়টি বিচার্য ছিল না। পুলিশ, জেল, আইনি সহায়তা ও বিচার ব্যবস্থা এই সব দিক বিচার করা হয়েছে। তাতেই শেষের দিকে ঠাঁই পেয়েছে বঙ্গ। তালিকায় প্রথমদিকে মূলত জায়গা করে নিয়েছে দক্ষিণের রাজ্যগুলি। প্রথম স্থানে রয়েছে কর্নাটক। টাটা-র ‘ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট’ সমীক্ষার ২০২৫ এর রিপোর্ট অনুযায়ী, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা, কেরল এবং তামিলনাড়ু রয়েছে প্রথম পাঁচে। পশ্চিমবঙ্গ রয়েছে শেষে এবং তার আগে রয়েছে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড।

    সাতটি ছোট রাজ্যের মধ্যে সিকিম এগিয়ে আছে যেখানে গোয়া রয়েছে পিছিয়ে। এই সমীক্ষায় রাজ্যের পুলিশ, জেল, বিচার বিভাগ এবং আইনি সহায়তা এই দিকগুলির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। শেষ কয়েক বছরের রিপোর্ট অনুযায়ী, বিচার বিভাগে উন্নতি হয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং কেরলের। জেল পরিচালনার ক্ষেত্রে ভালো ফল করেছে ওড়িশা, ঝাড়খন্ড। এক্ষেত্রে এই রাজ্যের পিছিয়ে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি, হাইকোর্টের শূন্যপদে নিয়োগ নিয়েও দাবি তোলা হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)