• সাড়ে ৫ মাস আগে নিখোঁজ যমজ বোন, বাড়ির কাছের পার্কে উদ্ধার হাড়-জুতো-পোশাক...
    ২৪ ঘন্টা | ২০ এপ্রিল ২০২৫
  • চিত্তরঞ্জন দাস: সাড়ে পাঁচ মাস আগে নিখোঁজ হয়ে গিয়েছেল যমজ বোন। বাড়ির পাশেই এক জঙ্গল থেকে জোড়া কঙ্কাল উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয়দের বক্তব্য, ওই দুই কঙ্কাল যমজ বোনের হতে পারে।  ডি এন এ পরীক্ষার পরেই জানা যাবে দেহ নিখোঁজ হওয়া যমজের কিনা।

    ২০২৪ সালের ডিসেম্বর মাসের ১ তারিখ নিখোঁজ হয় পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের দুই শিশু কন্যা। সেদিন সকালে খেলতে বের হয়ে চতুর্থ শ্রেণীর যমজ দুই বোন নিখোঁজ হয়ে যায়। সাড়ে পাঁচ মাস ধরে চিরুনি তল্লাশি করেও কোনো খোঁজ পায়নি পুলিস।

    নিখোঁজ ওই দুই ছাত্রীর নাম স্নেহা বাউরী ও স্নিগ্ধা বাউরী। দুজনেরই বয়স আনুমানিক ৯ বছর । শনিবার বিকেলে পাণ্ডবেশ্বরের একটি পার্কে দুটি কঙ্কাল উদ্ধার হয়। যাকে ঘিরে শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। উদ্যানের ভিতরে জঙ্গলের মধ্যে ছড়িয়ে হাড় পড়ে থাকে, সেখানে পড়েছিল ওই যমজ বোনের জামা, প্যান্ট। পরিবারের লোকজন জামাপ্যান্ট সনাক্ত করেছে। তবে এই কঙ্কাল কার তা ডিএনএ টেস্টের পরেই বোঝা যাবে।

    প্রশ্ন উঠছে এই কঙ্কাল কি তাহলে ওই যমজ বোনেরই? আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার (পূর্ব), ভি জি সতীশ পশুমার্থী টেলিফোনে বলেন,"দুটি কঙ্কাল উদ্ধার হয়েছে। তবে এই কঙ্কালগুলি কার তা জানা যায়নি। ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে।"

    দুই শিশুর এক আত্মীয় বলেন, বাচ্চা দুটোর জুতো ও তাদের পোশাক পাওয়া গিয়েছে। পার্কের পেছনে পাওয়া গিয়েছে। ঘটনার দিন ঘরের সামনের মাঠে খেলা করছিল।

  • Link to this news (২৪ ঘন্টা)