প্রসেনজিত্ সরদার: কিছুই বোঝা গেল না। শরীর খারাপ হওয়ায় সকালে নিজে দোকান থেকে ওষুধ কিনে খান ভাঙড়ের চন্দনেশ্বর ডিভিশনের এএসআই সুভাষ চন্দ্র রায়। বিকেলেই শরীর খারাপ হয়ে আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়েন সুভাষচন্দ্র। তাঁর অকালপ্রয়াণে মুষড়ে পড়েছেন সহকর্মীরা।
পুলিস সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ির বাসিন্দা সুভাষবাবু সম্প্রতি ছুটি কাটিয়ে ফিরে শুক্রবার রাতে ডিউটিতে যোগ দেন। শনিবার সকালে অসুস্থতা অনুভব করলে তিনি চন্দনেশ্বর বাজার থেকে নিজেই ওষুধ কিনে খান। কিন্তু দুপুরের পর হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
সহকর্মীরা তড়িঘড়ি তাঁকে নিয়ে যান নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনায় দুঃখে ভেঙে পড়েছেন সহকর্মীরা। সুভাষবাবুর মৃত্যু নিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস।
প্রাথমিকভাবে হৃদরোগজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিস। তাঁর মৃত্যুতে সহকর্মীরা, অধিকারিক মহল ও স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশ করেছেন।