• দুরন্ত গতিতে ছুটছিল বাইক! হঠাৎই সামনে চলে এল বাইসন...উল্টে গেল গাড়িটি...ভয়ংকর...
    ২৪ ঘন্টা | ২০ এপ্রিল ২০২৫
  • অরূপ বসাক: শুক্রবার রাত ১০টা নাগাদ মালবাজার মহকুমার নাগরাকাটার মূর্তি যাওয়ার রাস্তায় ১৭ নম্বর জাতীয় সড়কে একটি বাইসনের ধাক্কায় গুরুতর জখম হন দুই বাইক আরোহী। ঘটনাটি ঘটে জলঢাকা সেতুর কাছে, যখন তাঁরা কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

    আহতদের নাম নারায়ণ বর্মন (৩২) ও মনদীপ লামা (৩৩)। দু'জনেরই বাড়ি নাগরাকাটায়। জানা গিয়েছে, তাঁরা চালসার একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। দুর্ঘটনার পরে পথচলতি মানুষ তাঁদের উদ্ধার করে প্রথমে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

    কেন খেপে গেল বাইসন? কেন ধাক্কা মারল বন্যপ্রাণীটি?

    দুর্ঘটনার কারণ হিসেবে জানা গিয়েছে, হঠাৎই বাইকের সামনে চলে আসে বাইসনটি। তখন আর গাড়িটি পুরোপুরি থামিয়ে ফেলা সম্ভব ছিল না চালকের পক্ষে। ফলে অবধারিত ভাবে বাইসনের সঙ্গে ধাক্কা লাগে বাইকটির। ধাক্কার পর বাইসনটি জঙ্গলের দিকে পালিয়ে যায়। পুলিস ঘটনাস্থল থেকে বাইকটি উদ্ধার করে।

  • Link to this news (২৪ ঘন্টা)