প্রদ্যুত দাস: উত্তরের জলপাইগুড়ির চা-বাগানে ময়ূরের রাজত্ব, ডিম পাহারা দিচ্ছে খোদ চা-বাগানের শ্রমিক চৌকিদারই। মুগ্ধ শ্রমিকেরা। জলপাইগুড়ি শহর থেকে কিছুটা দূরে অবস্থিত ডেঙ্গুয়াঝাড় চা-বাগানে এখন যেন এক মনোরম প্রাকৃতিক দৃশ্যের অবতারণা হয়েছে।
গোটা চা-বাগানটাই যেন পরিণত হয়েছে ময়ূরের রাজত্বে। সকাল থেকে সন্ধ্যা-চা গাছের পাতার ফাঁকে, কৃত্রিম জলের ফোয়ারা কিংবা রাস্তার মধ্যেই দেখা মিলছে একাধিক ময়ূরের। চা-বাগানের শ্রমিকেরা যখন 'দুটি পাতা একটি কুঁড়ি' তুলতে ব্যস্ত, তখনই তাঁদের চোখে পড়ছে ময়ূরের নানা ভঙ্গিমা।
কখনও ময়ূররা পেখম মেলে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকছে। কখনও বা তারা গাছের ডালে বসে গরম থেকে সাময়িক স্বস্তি নিচ্ছে। জল ছিটিয়ে দেওয়া হয় যে কৃত্রিম জল সরবরাহ ব্যবস্থায়, সেখানেও ময়ূরের দলকে স্নান করতে দেখা যাচ্ছে।
সবচেয়ে মনকাড়া বিষয় হল-- চা-গাছের গোড়ায় ময়ূরের দল ডিম পেড়ে তা পাতায় ঢেকে রাখছে, আর সেই ডিমগুলিকে পাহারা দিচ্ছেন চৌকিদারেরা। যাতে কেউ ডিম নষ্ট না করতে পারে, সেটা দেখছেন চৌকিদারেরা।
আর এই চা-বাগানের এই অনন্য প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন কেবল শ্রমিকরাই নয়, বরং দূরদূরান্ত থেকে আসা পর্যটকরাও। প্রকৃতির সঙ্গে এমন সান্নিধ্য সকলের মন ভালো করে দিচ্ছে। এবং এই চা-বাগানে এখন দেখা মিলছে হনুমানের পাশাপাশি বাঁদর-সহ বিভিন্ন জীবজন্তুরও।