• বাংলার সীমান্ত পেরিয়ে মুম্বই যাওয়ার ছক! নদিয়ায় দালাল-সহ গ্রেপ্তার দুই বাংলাদেশি মহিলা
    প্রতিদিন | ২০ এপ্রিল ২০২৫
  • সঞ্জিত ঘোষ, নদিয়া: নদিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর মুম্বই পালিয়ে যাওয়ার ছক! গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার দুই অনুপ্রবেশকারী বাংলাদেশি মহিলা ও এক ভারতীয় দালাল। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ধানতলা থানার অন্তর্গত আড়ংঘাটা এলাকা থেকে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই অনুপ্রবেশকারী বাংলাদেশি মহিলার নাম আয়েশা বিবি ও ইয়াসমিন বিবি। ধৃত ভারতীয় দালালের নাম তপন দাস। গতকাল শুক্রবার ওই দুই বাংলাদেশি ভারতীয় দালাল চক্রের সাহায্যে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। এরপর নদিয়ার আড়ংঘাটায় গা ঢাকা দিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় অভিযান চালায় পুলিশের একটি বিশেষ টিম। একটি বাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন, ধৃতদের মুম্বইয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। আজ শনিবার ধৃত তিনজনকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ।

    লাগাতার এই অঞ্চল থেকে বাংলাদেশি গ্রেপ্তারির ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। এলাকায় কী মানব পাচারচক্র সক্রিয় হয়ে উঠেছে? দালালদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে? পুলিশের তরফে আগেই জানিয়েছিল বেআইনি কার্যকলাপ সহ্য করা হবে না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দালাল চক্রের হদিশ পেতে পুলিশের তৈরি একটি দল এলাকায় অভিযান চালাবে।
  • Link to this news (প্রতিদিন)