• পারিবারিক বিবাদের জের, উলুবেড়িয়ায় বড় জাকে কুপিয়ে খুনের অভিযোগ মহিলার বিরুদ্ধে
    প্রতিদিন | ২০ এপ্রিল ২০২৫
  • মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: পারিবারিক বিবাদের জের। বড় জাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছোট জায়ের বিরুদ্ধে। মৃতার নাম সঞ্জু দলুই (৪৩)। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার শ্যামপুর থানার দক্ষিণপাড়া এলাকায়। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত আরতি দলুইকে গ্রেপ্তার করেছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিমল দলুই এবং কানু দোলুই, দুই ভাইয়ের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। বিমলের স্ত্রী সঞ্জু এবং কানুর স্ত্রী আরতির মধ্যেও বিশেষ বনিবনা ছিল না। শনিবার পারিবারিক কারণে দুই জায়ের মধ্যে বচসা বাঁধে। ক্রমে তা হাতাহাতিতে পরিণত হয়। বিবাদ চরমে উঠলে আরতি ঘর থেকে কাটারি এনে সঞ্জুকে এলোপাথাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সঞ্জু। তাঁর আর্তনাদে ছুটে আসেন প্রতিবেশীরা। সঞ্জুকে তড়িঘড়ি কমলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

    এদিকে, সঞ্জুকে আক্রমণ করার পরই আরতি সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শ্যামপুর থানায় পুলিশ। স্থানীয়রাই আরতিকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ সূত্রে খবর, সঞ্জুর দেহ ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ আরতির বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। গোটা ঘটানাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
  • Link to this news (প্রতিদিন)