• ফের সন্দেশখালিতে উত্তেজনা, তৃণমূল কর্মীদের রাস্তায় ফেলে ‘মার’, কাঠগড়ায় বিজেপি
    প্রতিদিন | ২০ এপ্রিল ২০২৫
  • গোবিন্দ রায়, বসিরহাট: তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি। কাঠগড়ায় বিজেপি। শনিবার সকালে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। হামলায় সাত তৃণমূল কর্মী-সমর্থক জখম হয়ে হাসপাতালে ভর্তি বলে খবর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বেলায় এই হামলার ঘটনা ঘটেছে বসিরহাটের সন্দেশখালি থানার জেলিয়াখালি গ্রাম পঞ্চায়েতের পাখিরালয়ে। এদিন বেলা ১০ টার পর ওই এলাকার চায়ের দোকানে বসে কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক চা খাচ্ছিলেন। অভিযোগ, সেসময় বিজেপি নেতা ইয়াবুক বৈদ্যর নেতৃত্বে একদল দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়। বাঁশ, লাঠি-সহ একাধিক অস্ত্র দিয়ে তাঁদের বেধড়ক মারধর করা হয়। পরে হামলাকারীরা এলাকা ছেড়ে পালায়। পরে জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ৭ জন ভর্তি রয়েছেন বলে খবর।

    ঘটনা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই শিবিরই মারমুখী হয়ে ওঠে বলে অভিযোগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় সন্দেশখালি থানার পুলিশ। বেশ কিছু সময়ের চেষ্টায় পরিস্থিতি আয়ত্বে আসে। তৃণমূলের তরফে দাবি, পরিকল্পিতভাবে ওই হামলা চালানো হয়েছে। যদিও বিজেপি সেই অভিযোগ মানতে রাজি হয়নি। তৃণমূল এই হামলা চালিয়েছে। পালটা এই অভিযোগ করেছে গেরুয়া শিবির। বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, জেলিয়াখালি পঞ্চায়েতের প্রধান সাইফুদ্দিন মোল্লার নেতৃত্বে আমাদের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)