‘মাতৃভূমি স্পেশালে’ চড়তে পারবেন পুরুষ যাত্রীরাও! সুখবর শোনাল রেল
প্রতিদিন | ২০ এপ্রিল ২০২৫
সুব্রত বিশ্বাস: শিয়ালদহ ডিভিশনে পুরুষ যাত্রীদের জন্য সুখবর! আগামী সপ্তাহ থেকে ‘মাতৃভূমি স্পেশালে’ উঠতে পারবেন পুরুষ যাত্রীরাও! যাত্রী একাংশের আগে থেকেই দাবি ছিল, সাধারণ সময় তো বটেই, অফিস টাইমেও মহিলাদের বরাদ্দ ট্রেনে জায়াগা ফাঁকা থাকে। তা খতিয়ে দেখতে সার্ভে চালিয়েছে ডিভশন। তারপরই জানা যাচ্ছে, শিয়ালদহের ওই ট্রেনের নির্ধারিত মাঝের চারটি কামরাতে চড়তে পারবেন পুরুষ যাত্রীরা। শিয়ালদহের সিনিয়র ডিসিএম যশরাম মীনা জানিয়েছেন, “মহিলাদের জন্য বরাদ্দ বারোটি ট্রেনে সার্ভে চলছে। দিন সাতেকের সার্ভের রিপোর্ট পাওয়ার পর পুরুষ যাত্রীদের চড়ার অধিকার নিয়ে পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হবে।”
শিয়ালদহের বিভিন্ন শাখায় মোট ছ’জোড়া লেডিজ স্পেশাল ট্রেন চলে। অফিস টাইম ছাড়া অন্য সময়ের এই মহিলাদের বরাদ্দ ট্রেনে জায়গা ফাঁকা থাকে বলে যাত্রীদের দাবি। ফলে সেই ট্রেনের কিছু কামরা পুরুষদের জন্য ছেড়ে দেওয়া হোক বলে দাবি ছিল অনেক দিনের। যাত্রীদের এই দাবিকে মান্যতা দিতে রেল ‘মাতৃভূমি স্পেশালে’ সার্ভে শুরু করে ডিভিশন। রেলকর্তাদের কথায়, অফিস টাইম ছাড়া অন্য সময়ে এই ট্রেনগুলি ফাঁকা থাকে। ফলে তার কিছু কামরায় পুরুষদের চড়ার অধিকার দেওয়া যেতেই পারে।
হাওড়া ডিভিশনে তারকেশ্বর ও ব্যান্ডেল শাখায় এমন দু’জোড়া লেডিজ স্পেশাল চলে। সেগুলিতে আগে থেকেই মাঝের চারাটি কামরাতে পুরুষদের চড়ার অধিকার দেওয়া হয়েছে। সেই একই পদ্ধতিতে এবার শিয়ালদহেও লেডিজ স্পেশালে পুরুষ যাত্রীদের চড়ার অধিকার দিতে চলেছে রেল বলে জানা গিয়েছে। বারো বগির মধ্যে আগের ও শেষের চারটি কামরা মহিলাদের জন্য বরাদ্দ থাকবে। মাঝে চারটি জেনারেল বলে বিবেচিত হবে। যাতে পুরুষ ও মহিলা উভয় লিঙ্গের চড়ার সমান অধিকার থাকবে বলে জানিয়েছে ডিভিশন।
সম্প্রতি শিয়ালদহের লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের সংখ্যা ক্রমশ বাড়ায় ডিভিশনের ন’শোটি ট্রেনে মহিলাদের জন্য বরাদ্দ কামরা বাড়ানো হয়েছে। প্রতিটি ট্রেনে তিনটি কামরা সংরক্ষিত করা হয়েছে। মহিলা কামরা বাড়তেই পুরুষ যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দিন তিনেক ধরে নানা জায়াগায় প্রতিবাদে ট্রেন অবরোধ করেন এই যাত্রীরা। তাদের দাবি, সাধারণ কামরা কমিয়ে দেওয়ায় অত্যাধিক ভিড়ের চাপ বেড়েছে। তারপরই এই সিদ্ধান্ত নিতে চলেছে রেল।