• ভাঙড়ে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে লাগানো হল আগুন! আঙুল সেই আইএসএফের দিকে
    আনন্দবাজার | ১৯ এপ্রিল ২০২৫
  • আবার ভাঙড়ে অশান্তি। এ বার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়-২ ব্লকের চকমরিতা তেতুলতলার ঘাট এলাকা। তৃণমূলের অভিযোগ, শুক্রবার গভীর রাতে সেখানে তাদের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় কয়েক জন দুষ্কৃতী। আর এই কাণ্ডের নেপথ্যে আইএসএফ জড়িত বলে দাবি করেছে তারা। যদিও নওশাদ সিদ্দিকির দল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    তৃণমূলের অভিযোগ, শুক্রবার শুধু তাদের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়াই নয়, তার আগে সেখানে ভাঙচুর চালানো হয়। দলীয় কার্যালয়ে থাকা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছবি ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আসবাবপত্রও ভেঙে পাশের খালে ফেলে দেওয়া হয়। ওই ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। শনিবার এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করে পুলিশ।

    তৃণমূলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। বারংবার এলাকায় অশান্তি সৃষ্টি করছে আইএসএফ। যদিও অভিযোগ নস্যাৎ করে দিয়েছে তারা।
  • Link to this news (আনন্দবাজার)