• সুকান্তদের মিছিল ঘিরে উত্তেজনা! বালুরঘাটে আহত তিন পুলিশ, আহত বিজেপির চার জন
    আনন্দবাজার | ১৯ এপ্রিল ২০২৫
  • চাকরি বাতিল এবং মুর্শিদাবাদে অশান্তির ঘটনা নিয়ে বিজেপির প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে হওয়া সেই মিছিলে দলীয় কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পাল্টা লাঠিচার্জও করে পুলিশ। বিজেপির দাবি, তাদের চার কর্মী জখম হয়েছে। তিন পুলিশ অফিসার-কর্মীও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

    শনিবার বালুরঘাটে প্রতিবাদ মিছিল বার করেন সুকান্তেরা। গন্তব্য ছিল জেলাশাসকের দফতর। অভিযোগ, সেখানে মিছিল পৌঁছতেই বাধা দেয় পুলিশ। তা নিয়ে উত্তেজনা ছড়ায়। ব্যারিকে়ড ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। পুলিশও পাল্টা লাঠিচার্জ করে। দাবি, তাতে দক্ষিণ দিনাজপুরে বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার জখম হন। তাঁর মাথায় চোট লাগে। তিনি ছাড়াও আরও তিন জন জখম হয়েছেন বলে দাবি বিজেপির। পরে তাঁদের হাসপাতালে দেখতেও যান সুকান্ত। তিনি বলেন, ‘‘আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিল করছিলাম। পুলিশ অকারণে আমাদের উপর হামলা চালিয়েছে। গণতান্ত্রিক প্রতিবাদে এই ধরনের আচরণ বরদাস্ত করা যায় না।’’

    অন্য দিকে জেলা পুলিশ সুপার চিন্ময় মণ্ডল জানান, বালুরঘাট থানার আইসি-সহ তিন পুলিশকর্মীও বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন। যদিও পুলিশের জখম হওয়াকে ‘নাটক’ বলে মন্তব্য করেছেন সুকান্ত।
  • Link to this news (আনন্দবাজার)