কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যু পুলিশ কর্মীর। ভাঙড় ডিভিশনের চন্দনেশ্বর থানায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন সুভাষচন্দ্র রায় (৫৬)। শনিবার মৃত্যু হয় তাঁর। বেশ কয়েক দিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না সুভাষ রায়ের। কিছু দিন ছুটিও নেন তিনি। শনিবার কাজে আসার কয়েক ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন ওই পুলিশ কর্মী। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বলে খবর।
জলপাইগুড়ির বাসিন্দা সুভাষ রায় ছুটিতে ছিলেন। শুক্রবার বাড়ি থেকে ফিরে কাজে যোগ দেন। শনিবার সকালে শরীরে অস্বস্তি হচ্ছিল বলে খবর। থানার কাছেই চন্দনেশ্বর বাজার। সূত্রের খবর, সেই বাজারের ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খান তিনি।
শনিবার দুপুরে হঠাৎ তিনি সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে অচৈতন্য অবস্থায় বাসন্তী রাজ্য সড়ক লাগোয়া নলমুড়ি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাড়িতে। খবর পেয়েই রওনা দেন পরিবারের লোকজন।
রিপোর্ট: প্রশান্ত ঘোষ