• ২১ এপ্রিলের নবান্ন অভিযান স্থগিত! কেন এই সিদ্ধান্ত নিলেন চাকরিহারা শিক্ষকরা?
    হিন্দুস্তান টাইমস | ২০ এপ্রিল ২০২৫
  • আপাতত নবান্ন অভিযান স্থগিত রাখছেন চাকরিহারা শিক্ষকরা। সংবাদমাধ্যমে উঠে আসা তথ্য অনুসারে - আজ চাকরিহারা শিক্ষকদের তরফে একথা ঘোষণা করা হয়েছে।

    উল্লেখ্য, আগামী সোমবার নবান্ন অভিযান করার কথা ছিল চাকরিহারা শিক্ষকদের। সেই অভিযানে সামিল হওয়ার জন্য তাঁদের পক্ষ থেকে আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় নিহত চিকিৎসক পড়ুয়ার বাবা-মাকেও যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁরাও সেই অভিযানে সামিল হবেন বলেই জানিয়েছিলেন।

    এমনকী, ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়কেও এই অভিযানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানোর চেষ্টা করা হয়। কিন্তু সৌরভের পালটা আবেদন, তাঁকে যেন 'রাজনীতি থেকে দূরে' রাখা হয়।

    এই অবস্থায় শনিবার আন্দোলনকারীদের সংশ্লিষ্ট মঞ্চের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, আগামী ২১ এপ্রিল তাঁরা নবান্ন অভিযান করছেন না। ওই কর্মসূচি আপাতত স্থগিত রাখা হচ্ছে। কিন্তু, এর অর্থ এই নয় যে তাঁরা নবান্ন অভিযান বাতিল করে দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত তাঁদের সমস্যার স্থায়ী সমাধান না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাঁরা নবান্ন অভিযানের সিদ্ধান্ত থেকে সরবেন না। কিন্তু, আপাতত সেটি স্থগিত রাখা হচ্ছে।

    এই প্রসঙ্গে এদিন আন্দোলনকারীদের পক্ষে সংশ্লিষ্ট মঞ্চের তরফে দেবাশিস বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন, 'আন্দোলনের ডাক দেওয়ার পর থেকে বারবার পুলিশ ও প্রশাসনের তরফে আমাদের আলোচনার জন্য ডাকা হয়। বৃহস্পতিবার হাওড়া পুলিশ কমিশনারেটের সঙ্গে আলোচনা হয়েছে। গতকাল ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার-সহ একাধিক আধিকারিকের উপস্থিতিতে দফায় দফায় আলোচনা হয়। সেখানে উঠে আসে, আমরা মুখ্যসচিবের সঙ্গে আপাতত আলোচনায় বসব। আমাদের বলা হয়েছে, সঠিক পদক্ষেপ করা হবে। আজ আমরা মেল করেছি। জানিয়েছি, আমরা মুখ্যসচিবের সঙ্গে বসতে চাই। মুখ্যমন্ত্রীর সঙ্গেও বসতে চাই।'

    প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি-র ২০১৬ সালের প্রায় পুরো প্যানেলটিই বাতিল হয়ে যায়। যার ফলে চাকরি হারাতে হয় প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ও অশিক্ষক কর্মচারীকে।

    আদালতের পর্যবেক্ষণ ছিল, যোগ্য ও অযোগ্যদের বাছাই করা যায়নি। সেই কারণেই প্রায় সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেওয়া হল। এরপর থেকেই কার্যত রাস্তায় রাস্তায় দিন কাটছে চাকরিহারাদের। নিজেদের হকের চাকরি পূর্ণ মর্যাদার সঙ্গে ফেরত পাওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন 'যোগ্য' চাকরিহারারা। একের পর এক কর্মসূচি পালন করে চলেছেন তাঁরা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)